আমাকে শাসন করতে পারেন একজনই, জানেন মোদি

নয়াদিল্লি : ‘‘আপনারা সকলেই আমাকে প্রধানমন্ত্রী হিসাবে জানেন৷ কিন্তু এটাও জানেন কী, বিজেপিতে কেউ যদি আমাকে শাসন করতে পারে তিনি হলেন সুমিত্রা মহাজন৷’’ সম্প্রতি এমনই আবেগপ্রবণ কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সংসদ ভবনে তাঁকে সকলেই ‘‘তাই’’ বা বড় দিদি বলে সম্বোধন করেন৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ব্যতিক্রম নন৷ মহাজন যেভাবে কাজ করেছেন তার প্রশংসাই শুধু করেননি,

আমাকে শাসন করতে পারেন একজনই, জানেন মোদি

নয়াদিল্লি : ‘‘আপনারা সকলেই আমাকে প্রধানমন্ত্রী হিসাবে জানেন৷ কিন্তু এটাও জানেন কী, বিজেপিতে কেউ যদি আমাকে শাসন করতে পারে তিনি হলেন সুমিত্রা মহাজন৷’’ সম্প্রতি এমনই আবেগপ্রবণ কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সংসদ ভবনে তাঁকে সকলেই ‘‘তাই’’ বা বড় দিদি বলে সম্বোধন করেন৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ব্যতিক্রম নন৷ মহাজন যেভাবে কাজ করেছেন তার প্রশংসাই শুধু করেননি, বলেছেন, ‘‘মানুষের মনে স্পিকার সুমিত্রা মহাজনের প্রভাব থেকে যাবে৷’’ মোদি বলেছেন, ‘‘বিজেপিতে আমি এবং তাই একসঙ্গে কাজ করেছি৷

ইন্দোরের উন্নতির জন্য তাই যে স্বপ্ন দেখেছে, তা পূর্ণ হবেই৷’’৮ বারের সাংসদ সুমত্রা মহাজন গত মাসেই লোকসভা নির্বাচনে না লড়াই করার সিদ্ধান্ত নিয়েছিলেন৷ বলেছিলেন, পার্টি সিদ্ধান্ত নেবে৷ প্রসঙ্গত, বিজেপি এবারে লোকসভার টিকিট পাওয়ার ক্ষেত্রে ৭৫ বছরকে বয়সের উর্ধ্বসীমা হিসাবে ধরেছে৷ একই নিয়মে এবার ভোটে লড়াই করা হয়নি লালকৃষ্ণ আডবানী এবং মুরলীমনোহর যোশীর৷ যদিও বয়স থামিয়ে রাখতে পারছে না এই নেত্রীকে৷ সুমিত্রা মহাজন পার্টির হয়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + fourteen =