ফিরছেন না মোদি, মমতাকে আমন্ত্রণ সোনিয়ার

নয়াদিল্লি: লোকসভার ফল প্রকাশের পরেই মায়াবতী, মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিরোধী দলের শীর্ষ নেতানেত্রীদের দিল্লিতে ডেকে পাঠালেন সোনিয়া গান্ধী। কংগ্রেস নেত্রীর ধারণা, প্রধানমন্ত্রী এবং বিজেপি সভাপতি অমিত শাহ যতই হম্বিতম্বি করুন, ফের ক্ষমতায় ফিরছেন না নরেন্দ্র মোদি। তাঁর অবস্থা ২০০৪ সালের অটলবিহারী বাজপেয়ির মতোই হবে। সেবার ‘ইন্ডিয়া শাইনিং’য়ের স্লোগান থাকলেও ফেরা হয়নি বাজপেয়ির। এবার একই অবস্থা

ফিরছেন না মোদি, মমতাকে আমন্ত্রণ সোনিয়ার

নয়াদিল্লি: লোকসভার ফল প্রকাশের পরেই মায়াবতী, মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিরোধী দলের শীর্ষ নেতানেত্রীদের দিল্লিতে ডেকে পাঠালেন সোনিয়া গান্ধী। কংগ্রেস নেত্রীর ধারণা, প্রধানমন্ত্রী এবং বিজেপি সভাপতি অমিত শাহ যতই হম্বিতম্বি করুন, ফের ক্ষমতায় ফিরছেন না নরেন্দ্র মোদি।

তাঁর অবস্থা ২০০৪ সালের অটলবিহারী বাজপেয়ির মতোই হবে। সেবার ‘ইন্ডিয়া শাইনিং’য়ের স্লোগান থাকলেও ফেরা হয়নি বাজপেয়ির। এবার একই অবস্থা হবে মোদিরও। যদিও ষষ্ঠ দফার ভোটের শেষে ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী একথাও বুঝে গিয়েছেন যে কংগ্রেসের একার পক্ষেও সরকার গড়ার মতো আসন জিতে আসা প্রায় অসম্ভব। সেক্ষেত্রে দরকার সমমনোভাবাপন্ন দলগুলির সমর্থন। তাই এবার সামনে এলেন সোনিয়া। বিরোধী দলের শীর্ষ নেতানেত্রীদের চিঠি লিখলেন তিনি। ফল প্রকাশের পরে সময় নষ্ট না করে বিরোধীদের সঙ্গে একসঙ্গে বসে ভবিষ্যত কর্মসূচি ঠিক করে নেওয়ার উদ্দেশ্যেই এই চিঠি বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 4 =