ভোটের ফল প্রকাশে বড় কেলেঙ্কারির আশঙ্কা, কিন্তু কেন জানেন?

নয়াদিল্লি: গুনতে হবে মোট ২০,৬২৫টি বুথের ভিভিপ্যাট। তাও যতক্ষণ না কন্ট্রোল ইউনিটের জমা হওয়া ভোটের সঙ্গে ভিভিপ্যাট স্লিপের সংখ্যা মিলছে, ততক্ষণ ভোট গণনা চালিয়ে যেতে হবে। পশ্চিমবঙ্গ সহ সব রাজ্যের মুখ্য কার্যনির্বাচনী অফিসারকে এই নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। কোনওভাবে যদি দুটি সংখ্যার মধ্যে ফারাক হয়, তাহলে ফের নতুন করে গুনতে হবে। প্রার্থী অনুযায়ী প্রতিটি রাউন্ড

ভোটের ফল প্রকাশে বড় কেলেঙ্কারির আশঙ্কা, কিন্তু কেন জানেন?

নয়াদিল্লি: গুনতে হবে মোট ২০,৬২৫টি বুথের ভিভিপ্যাট। তাও যতক্ষণ না কন্ট্রোল ইউনিটের জমা হওয়া ভোটের সঙ্গে ভিভিপ্যাট স্লিপের সংখ্যা মিলছে, ততক্ষণ ভোট গণনা চালিয়ে যেতে হবে। পশ্চিমবঙ্গ সহ সব রাজ্যের মুখ্য কার্যনির্বাচনী অফিসারকে এই নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

কোনওভাবে যদি দুটি সংখ্যার মধ্যে ফারাক হয়, তাহলে ফের নতুন করে গুনতে হবে। প্রার্থী অনুযায়ী প্রতিটি রাউন্ড গোনার পর রিটার্নিং অফিসার এবং পর্যবেক্ষককে সই করতে হবে। আর এই ভিভিপ্যাট স্লিপ গোনার কারণে এবার নির্বাচনের ফল প্রকাশে অনেক বেশি সময় লাগবে বলেই আশঙ্কা করেছে কমিশন। তাই আগামী ২৩ মে দুপুরের পরেই ভোটের রেজাল্ট প্রকাশের সম্ভাবনা কম বলেই মনে করা হচ্ছে।

সুপ্রিম কোর্টের নির্দেশানুসারে গুনতে হবে বেশি ভিভিপ্যাট স্লিপ। আগে যেখানে লোকসভা ভোটে প্রতি বিধানসভা পিছু একটি করে পোলিং বুথে ভিভিপ্যাট গোনা হত, সর্বোচ্চ আদালতের নির্দেশানুসারে এবার তা গুনতে হবে পাচঁটি করে। গোটা দেশে ৫৪৩ টি লোকসভা কেন্দ্রে ভোট হচ্ছে। সাত দফার নির্বাচন। শুরু হয়েছে ১১ এপ্রিল। শেষ হবে আগামী রবিবার ১৯ মে। ফল প্রকাশ ২৩ মে। গণনার দিন দ্রুত রেজাল্ট জানতে সাধারণ মানুষ তথা রাজনৈতিক দলগুলি উতলা হলেও আদতে কমিশনের ভোট গুনতে সময় লাগবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 3 =