দেশের ইতিহাসে এই প্রথম বাংলায় সাংবিধানিক শক্তি প্রয়োগ নির্বাচন কমিশনের

দেশের ইতিহাসে সম্ভবত প্রথম, নির্বাচনী হিংসা রুখতে কার্যত ব্যর্থ নির্বাচন কমিশন রাজ্যে ৩২৪ ধারা জারি করল৷ পরসারিত স্বরাষ্ট্রসচিব অত্রি ভট্টাচার্য৷ তৃতীয় বারের জন্য অপসারণ রাজীব কুমার৷ নির্দেশ কার্যকরে শুক্রবার সকাল ১০টার মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রকে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছে কমিশন৷ Election Commission: This is probably the first time that ECI has invoked Article 324 in this manner

5f8982edd4bc3a0a9ae9892d9179b6b7

দেশের ইতিহাসে এই প্রথম বাংলায় সাংবিধানিক শক্তি প্রয়োগ নির্বাচন কমিশনের

দেশের ইতিহাসে সম্ভবত প্রথম, নির্বাচনী হিংসা রুখতে কার্যত ব্যর্থ নির্বাচন কমিশন রাজ্যে ৩২৪ ধারা জারি করল৷  পরসারিত স্বরাষ্ট্রসচিব অত্রি ভট্টাচার্য৷ তৃতীয় বারের জন্য অপসারণ রাজীব কুমার৷ নির্দেশ কার্যকরে শুক্রবার সকাল ১০টার মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রকে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছে কমিশন৷

আজ সন্ধ্যায়, সাংবাদিক বৈঠক করে উপনির্বাচন কমিশনার বলেন, সম্ভবত প্রথামবার এই ঘটনা ঘটছে। ২৪ ঘণটার হিংসের কথা মাথায় রেখেই রাজ্যে ৩২৪ ধারা বলবৎ করা হচ্ছে৷ আগামী শুক্রবার পর্যন্ত প্রচারের নির্ধারিত সময় ছিল। এখন তা কমিয়ে বৃহস্পতিবার করা হয়েছে। ২০০৭-২০১১ রাজ্যে তুমুল হিংসার আবহে এই রকম ঘটনা ঘটেনি। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ গোটা ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়রে সরকারের ব্যর্থতা দেখতে পাচ্ছেন। বলেন, ‘‘আসলে রাজ্যের বর্তমান পরিস্থিতির জন্যেই রাজ্য সরকারকে আর ভরসা করতে পারছে না। তাই এই সিদ্ধান্ত। আমার দার্জিলিং যাওয়ার পরিকল্পনা ছিল, সেটাও বাতিল হয়েছে৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *