বিজেপির হাত ধরবেন মায়াবতী! তুঙ্গে চর্চা

বালিয়া: ভোট মিটলেই বিজেপির হাত ধরবেন মায়াবতী। এই দাবি করলেন কংগ্রেস নেতা নাসিমুদ্দিন সিদ্দিকি। গত বছর বিএসপি ছেড়ে কংগ্রেসে আসা নাসিমুদ্দিনের মত, প্রচণ্ড চাপে আছেন মায়াবতী। ভোটের ফলাফল ঘোষণা হলেই বিজেপির নেতৃত্বাধীন জোটে যোগ দেবে বিএসপি। এরপর উত্তরপ্রদেশের মহাজোটের আর কোনও ভবিষ্যৎ থাকবে না। সমাজবাদী পার্টি তখন বাধ্য হয়েই কংগ্রেসের পাশে দাঁড়াবে। তিনি আরও বলেন,

বিজেপির হাত ধরবেন মায়াবতী! তুঙ্গে চর্চা

বালিয়া: ভোট মিটলেই বিজেপির হাত ধরবেন মায়াবতী। এই দাবি করলেন কংগ্রেস নেতা নাসিমুদ্দিন সিদ্দিকি। গত বছর বিএসপি ছেড়ে কংগ্রেসে আসা নাসিমুদ্দিনের মত, প্রচণ্ড চাপে আছেন মায়াবতী। ভোটের ফলাফল ঘোষণা হলেই বিজেপির নেতৃত্বাধীন জোটে যোগ দেবে বিএসপি।

এরপর উত্তরপ্রদেশের মহাজোটের আর কোনও ভবিষ্যৎ থাকবে না। সমাজবাদী পার্টি তখন বাধ্য হয়েই কংগ্রেসের পাশে দাঁড়াবে। তিনি আরও বলেন, রাজনীতিতে কিছুই অসম্ভব নয়। অতীতেও বিএসপি নেত্রী বিজেপির হাত ধরেছিলেন। ২৩ মে’র পর সেই ইতিহাসের পুনরাবৃত্তি হবে। আমি মায়াবতীজিকে ৩৩ বছর ধরে চিনি। উনি কী করতে পারেন বা ভাবেন, আমি সবই জানি। মায়াবতীর প্রধানমন্ত্রী হওয়ার জল্পনা প্রসঙ্গে প্রাক্তন বিএসপি নেতার বক্তব্য, কেউ এইরকম ঘোষণা করেনি। এমনকী জোটসঙ্গী সমাজবাদী পার্টি এবং আরএলডিও ঘোষণা করেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − twelve =