বাড়িতে ঢুকে জঙ্গিদের খতম করল সেনা

শ্রীনগর: ফের রক্তাক্ত পুলুওয়ামা৷ সেনা-জঙ্গি গুলি লড়াই৷ পুলওয়ামায় খতম দুই জঙ্গি৷ শহিদ এক সেনা জওয়ানও৷ বৃহস্পতিবার সকালে উত্তপ্ত হয়ে ওঠে পুলওয়ামার দাল্লিপোরা অঞ্চল৷ জারি কার্ফু৷ গুলির লড়াইয়ে গুরুতর আহত হয়েছেন আরও দু’জন জাওয়ান৷ #UPDATE Dalipora(Pulwama) encounter: Two terrorists killed, one jawan has lost his life. Operation continues https://t.co/qxf5nNkmRq — ANI (@ANI) May 16, 2019 সংবাদ

বাড়িতে ঢুকে জঙ্গিদের খতম করল সেনা

শ্রীনগর: ফের রক্তাক্ত পুলুওয়ামা৷ সেনা-জঙ্গি গুলি লড়াই৷ পুলওয়ামায় খতম দুই জঙ্গি৷ শহিদ এক সেনা জওয়ানও৷  বৃহস্পতিবার সকালে উত্তপ্ত হয়ে ওঠে পুলওয়ামার দাল্লিপোরা অঞ্চল৷ জারি কার্ফু৷ গুলির লড়াইয়ে গুরুতর আহত হয়েছেন আরও দু’জন জাওয়ান৷

সংবাদ সংস্থা সূত্রে খবর, বৃহস্পতিবার ভোরে পুলওয়ামায় অপারেশন চালায় সেনা ও স্পেশাল অপারেশন টিমের যৌথ বাহিনীর সদস্যরা৷ আগে থেকেই খবর ছিল পুলওয়ামায় ডেরা বেঁধেছে একাধিক জঙ্গি৷ পুরো এলাকা ঘিরে ফেলে খানাতল্লাশি শুরু হতেই সেনার উপর গুলিবর্ষণ শুরু করে জঙ্গিরা৷ দুই জঙ্গিকে বাড়িতে ঢুকেই মারে সেনা৷ গোটা এলাকায় আপাতত ইন্টারনেট পরিষেবা বন্ধ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 5 =