‘মমতারূপী’ রাবণকে বধ করতে বাংলায় আসছেন গিরিরাজ!

কলকাতা ও নয়াদিল্লি: বিহারের বিজেপি নেতা গিরিরাজ সিংয়ের মুখে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা৷ তৃণমূল সুপ্রিমোকে বিঁধে একের পর এক কুরুচিরক মন্তব্য শানিয়ে গেলেন কানাইয়া কুমারের বিরুদ্ধে লড়াই করা কেন্দ্রীয় মন্ত্রী৷ মমতাকে ‘রাবণে’র সঙ্গে তুলনা করে তীব্র কটাক্ষ বিজেপির হিন্দুত্বের পোস্টার বয়ের৷ সৌজন্যের রাজনীতিকে জলাঞ্জলি দিয়ে গিরিরাজের মন্তব্য, ‘‘পশ্চিমবঙ্গ এখন ভারতীয় গণতন্ত্রের লঙ্কা৷ মমতা বন্দোপাধ্যায়ের লঙ্কাপুরীতে

‘মমতারূপী’ রাবণকে বধ করতে বাংলায় আসছেন গিরিরাজ!

কলকাতা ও নয়াদিল্লি: বিহারের বিজেপি নেতা গিরিরাজ সিংয়ের মুখে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা৷ তৃণমূল সুপ্রিমোকে বিঁধে একের পর এক কুরুচিরক মন্তব্য শানিয়ে গেলেন কানাইয়া কুমারের বিরুদ্ধে লড়াই করা কেন্দ্রীয় মন্ত্রী৷ মমতাকে ‘রাবণে’র সঙ্গে তুলনা করে তীব্র কটাক্ষ বিজেপির হিন্দুত্বের পোস্টার বয়ের৷

সৌজন্যের রাজনীতিকে জলাঞ্জলি দিয়ে গিরিরাজের মন্তব্য, ‘‘পশ্চিমবঙ্গ এখন ভারতীয় গণতন্ত্রের লঙ্কা৷ মমতা বন্দোপাধ্যায়ের লঙ্কাপুরীতে রাবণ রাজ চলছে৷’’ বিজেপির সর্বভারতীয় সবাপতি অমিত শাহের রোড শোকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপির সংঘর্ষের প্রসঙ্গে বাংলার গণতান্ত্রিক পরিস্থিতি নিয়ে মুখ খোলেন গিরিরাজ৷ মমতাকে কটাক্ষ করার পাশাপাশি নির্বাচন কমিশনের তরফে বাংলায় ৩২৪ ধারা লাগু করা প্রসঙ্গে কমিশনের প্রশংসা করেছেন তিনি৷

গিরিরাজের দাবি, রাষ্ট্রপতির সঙ্গে আলোচনার মাধ্যমে কমিশন ২৩ মে নির্বাচনের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত মমতা বন্দোপাধ্যায়ের সরকারকে নিষ্ক্রিয় করে বিকল্প প্রশাসনিক শাসন ব্যবস্থা জারি করুক৷ নাহলে, ফলাফলের দিন জয়ী বিজেপি প্রার্থীদের জয়ের শংসাপত্রও ছিনতাই হয়ে যেতে পারে৷ বলেন, ‘‘পশ্চিমবঙ্গে মমতারূপী রাবণকে বধ করতে বাংলার মানুষ যেভাবে একত্রিত হচ্ছেন, তাতে আমরাও সামিল৷ বাংলার মানুষকে জাগাতে, বাংলার মানুষের পাশে থাকতেই আমি পশ্চিমবঙ্গে আসছি৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + seven =