হিমাচল প্রদেশ : নিজের আত্মরক্ষায় গিরগিটি রঙ বদলায়। কিন্তু হিমালয়ের উচ্চতম অঞ্চলের রাজা ‘তুষার চিতা’ প্রয়োজনে এভাবেও নিজেকে লুকিয়ে রাখতে পারে। সেরকমই একটি ছবি বর্তমানে সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
‘আর্ট অফ ক্যমোফ্লেজ’, বিভিন্ন সামাজিক মাধ্যমে এই ক্যাপশন দিয়েই একটি ছবি ঘুরে বেড়াচ্ছে ইদানিং। ওয়াইল্ড লাইফ চিত্রগ্রাহক সৌরভ দেশাই সম্প্রতি হিমাচল প্রদেশের স্পিতি ভ্যালির সর্বোচ্চ গ্রাম কিব্বারে গিয়েছিলেন। সেখানেই একটি ন্যাড়া পাহাড়ের উচু খাঁজে এক তুষার চিতাকে ফ্রেমবন্দি করেন। সেই ছবিটি ‘আর্ট অফ ক্যমোফ্লেজ’ নাম দিয়ে ইনস্টাগ্রামে শেয়ার করেন তিনি।
এরপরই সেই ছবি ভাইরাল হয়ে যায়। দীর্ঘক্ষণ ধরে খুঁটিয়ে দেখলে তবেই ওই তুষার চিতাটির মুখ দেখা যাচ্ছে ছবিটিতে। পাহাড়ের রঙের সঙ্গে একেবারেই নিজেকে মিলিয়ে নিয়েছে হিমালয়ের ভুত হিসেবে পরিচিত তুষার চিতা। সোশাল মিডিয়ায় অনেকেই ওই ছবি শেয়ার করে বন্ধুদের চ্যালেঞ্জ জানাচ্ছেন চিতাটিকে খুঁজে বার করার।