নয়াদিল্লি: জুতোর পর এবার ডিম। মাক্কাল নিধি মাইয়ামের নেতা কমল হাসানের দিক তাক করে এবার ছোঁড়া হল ডিম। বৃহস্পতিবার দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁর মঞ্চের দিকে ডিম ও পাথর ছুঁড়লে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
আরাভিকুরুচির এই ঘটনায় কেউ আহত হয়নি। দলের কর্মীরা দুজনকে ধরে মারধর করে। বুধবার তিরুপ্পারানকুন্দ্রমে তামিল সুপার স্টারের গাড়ির লক্ষ্য করে জুতো ছোঁড়া হয়েছিল।
শুক্রবার সুলুর উপনির্বাচনে কমল হাসানের প্রচারের অনুমতি দেয়নি পুলিশ। মহাত্মা গান্ধির হত্যাকারী নাথুরাম গডসেকে স্বাধীন ভারতের প্রথম সন্ত্রাসবাদী বলে মন্তব্য করেছিলেন কমল হাসান। তার জেরেই এই হামলা বলে মনে করা হচ্ছে।