নয়াদিল্লি: ফের ব্যাটন হাতে তুলে নিলেন দশ জনপথবাসিনী। জোটের ‘পাওয়ার প্লে’তে আরও একবার স্বমহিমায় ফিরলেন সোনিয়া গান্ধী। বিরোধী দলগুলিকে একত্রিত করার লক্ষ্যে। আর সেই লক্ষ্যে প্রায় সব বিরোধী দলের নেতানেত্রীর কাছে ইতিমধ্যেই সোনিয়ার চিঠি পৌঁছেছে বলে রিপোর্ট। শেষ দফার ভোট এখনও বাকি। ফল প্রকাশ ২৩ মে। কিন্তু তার আগেই আসরে নামলেন ইউপিএ চেয়ারপার্সন।
রিপোর্ট অনুযায়ী, ২১ থেকে ২৩ মে পর্যন্ত কার কখন সময় হবে, বিরোধী নেতানেত্রীদের কাছে তা জানতে চেয়েছেন সোনিয়া। কৌশল নির্ধারণে দিল্লিতে বৈঠকের আয়োজন করার লক্ষ্যে। সময় নষ্ট না করে ২৩ মে ফল প্রকাশের দিনই বৈঠক সেরে ফেলতে চাইছেন তিনি।
সোনিয়ার আমন্ত্রণপত্র পাওয়ার কথা স্বীকার করে নিয়েছে এম কে স্ট্যালিনের দল ডিএমকে। জেডিএস নেতা দেবেগৌড়াও জানিয়ে দিয়েছেন, সোনিয়ার সঙ্গে বৈঠকের লক্ষ্যে ২৩ মে তিনি দিল্লি পৌঁছচ্ছেন। সূত্রের খবর অনুযায়ী, শুধু শরিক দলগুলিই নয়, মোদিকে রুখতে ‘সম মনোভাবাপন্ন’ অন্য নেতানেত্রীদের সঙ্গেও যোগাযোগ করেছেন ইউপিএ চেয়ারপার্সন। তালিকায় রয়েছে নবীন পট্টনায়েকের বিজেডি ও কে চন্দ্রশেখর রাওয়ের টিআরএস। ২৩ মে সোনিয়ার বৈঠকে যোগ দিতে পারেন টিডিপি নেতা চন্দ্রবাবু নাইডু ও এনসিপি সুপ্রিমো শারদ পাওয়ারও। বিরোধী জোটে মায়াবতী ও অখিলেশ যাদবের সমর্থনও নিশ্চিত করতে চাইছেন প্রাক্তন কংগ্রেস সভানেত্রী। কংগ্রেস সূত্রের খবর অনুযায়ী, মায়া-অখিলেশের মতোই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও যোগাযোগ রাখছেন সোনিয়া।