মেডিক্যাল পরীক্ষায় জন্য নিয়ে যাওয়ার সময় মুখ খুললেন শাহজাহান! কী বললেন সন্দেশখালির ‘বাঘ’?

মেডিক্যাল পরীক্ষায় জন্য নিয়ে যাওয়ার সময় মুখ খুললেন শাহজাহান! কী বললেন সন্দেশখালির ‘বাঘ’?

seikh sahajahan

কলকাতা: টানা ৫৫ দিন নিখোঁজ থাকার পর পুলিশের হাতে গ্রেফতার হন সন্দেশখালির তৃণমূল নেতা শাহজাহান শেখ৷ পরের দিন কোর্টে তোলার সময় তাঁর শরীরি ভাষা দেখে অবাক হয়েছিলেন সকলে৷ সংবাদ মাধ্যমকে দেখে তর্জনী উঁচিয়ে বার্তা দিয়েছিলেন সন্দেশখালির ‘বাঘ’।

প্রচ্ছন্নে দিয়েছিলেন ‘নির্দেশ’৷ বুঝিয়ে দিয়েছিলেন, তিনি কোনও কথা বলবেন না। এক সপ্তাহ পর ‘বাঘ’ থেকে ‘ভিজে বেড়াল’ শাহজাহান৷ নিজেই মুখ খুললেন। শুক্রবার সংবাদ মাধ্যমকে দেখে সিবিআই কর্তা এবং নিরাপত্তা রক্ষীদের ঘেরাটোপ পেরিয়েই পৌঁছে দিলেন কিছু কথা৷ 

মেডিক্যাল পরীক্ষার জন্য জোকা-র ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়ার সময় সংবাদমাধ্যমকে দেখে শাহজাহান বললেন, তিনি সুবিচার পাওয়ার আশা রাখেন, তবে ইডি-সিবিআই-পুলিশ বা আদালতের কাছ থেকে নয়! শাহজাহানের এই কথায় নিরাশা স্পষ্ট৷ সিবিআই দফতর থেকে মেডিক্যাল পরীক্ষার জন্য যাওয়ার সময় সংবাদমাধ্যমকে দেখে শাহজাহান বলে ওঠেন, ‘‘সব মিথ্যে কথা’’। এর পরেই সন্দেশখালির ‘নবাব’ বলেন, ‘‘উপরওয়ালা এর বিচার করবে।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − eight =