ভোপাল : প্রচারের শেষ প্রহরে নিজেদের দলের নেতানেত্রীদের নিয়েই বেশি ব্যস্ত থাকতে হল বিজেপিকে। নাথুরাম গডসেকে দেশভক্ত বলে ভোপালের বিজেপি প্রার্থী সাধ্বী প্রজ্ঞার মন্তব্যের প্রকাশ্যে নিন্দা করতে হল খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। একটি টিভি চ্যানেলে তিনি বলেন, নাথুরামকে দেশভক্ত বলে বাপুকে অপমান করেছেন প্রজ্ঞা। তিনি কখনই তাঁকে ক্ষমা করতে পারবেন না।
অথচ তিনিই ভোপালে প্রজ্ঞাকে মনোনয়ন দেওয়ার প্রকাশ্য সমর্থন করেছিলেন। কংগ্রেস এজন্য মোদির কাছে ক্ষমাপ্রার্থনার দাবি জানিয়েছিল। তাদের বক্তব্য, প্রজ্ঞার কথায় দেশের মর্মস্থলে আঘাত লেগেছে। বিজেপির পক্ষ থেকে সভাপতি অমিত শাহ নাথুরামকে নিয়ে মন্তব্য সমর্থন করার জন্য প্রজ্ঞা, অনন্তকুমার হেগড়ে এবং নলিনকুমার কাতিলকে দশদিনের মধ্যে জবাব দিতে বলেছেন। তিনি জানিয়েছেন, ওই মম্তব্যের সঙ্গে দলের কোনও যোগ নেই।