ভোটের ফল ত্রিশঙ্কু হলে ‘ঘোড়া কেনা বেচা’য় এগিয়ে থাকবে কারা?

আজ বিকেল: নোটবন্দি, রাফাল কেলেঙ্কারি, জিএসটি, কৃষক মৃত্যু, পাহাড় প্রমাণ ঋণ নিয়ে দেশ থেকে উধাও হয়ে যাওয়া মোদি, মালিয়া। বিজেপিকে চাপে ফেলতে দেশের বিরোধী রাজনৈতিক শক্তিগুলির ইস্যুর অভাব নেই। ধর্মীয় বিভাজনকে মূল ইস্যু করে বিজেপি যখন কেল্লাফতে করতে চাইছে তখন সেই ইস্যুকেই সংসদীয় গণতন্ত্রের উপর বড় আঘাত ধরে নিয়ে মাঠে নেমেছে বিরোধীরা। ইউনাইটেড ইন্ডিয়ার সমাবেশের

8741f7eb17ffe698efe169347bc7ec6a

ভোটের ফল ত্রিশঙ্কু হলে ‘ঘোড়া কেনা বেচা’য় এগিয়ে থাকবে কারা?

আজ বিকেল: নোটবন্দি, রাফাল কেলেঙ্কারি, জিএসটি, কৃষক মৃত্যু, পাহাড় প্রমাণ ঋণ নিয়ে দেশ থেকে উধাও হয়ে যাওয়া মোদি, মালিয়া। বিজেপিকে চাপে ফেলতে দেশের বিরোধী রাজনৈতিক শক্তিগুলির ইস্যুর অভাব নেই। ধর্মীয় বিভাজনকে মূল ইস্যু করে বিজেপি যখন কেল্লাফতে করতে চাইছে তখন সেই ইস্যুকেই সংসদীয় গণতন্ত্রের উপর বড় আঘাত ধরে নিয়ে মাঠে নেমেছে বিরোধীরা।

ইউনাইটেড ইন্ডিয়ার সমাবেশের ব্যাটন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। সাথ দিতে তৈরি দক্ষিণের চন্দ্রবাবু নায়ডু, কানিমোঝি, স্ট্যালিন, কুমারস্বামী, উত্তরের অখিলেশ, তেজস্বী, শত্রুঘ্ন সিনহা, অভিষেক মনুসিংভি, শরদ পাওয়ার, দেবেগৌড়া, ডক্টর ফারুক আবদুল্লা-সহ বাঘা বাঘা রাজনীতিক। মমতাকে সামনে রেখে যখন নতুন ভারত গঠনের স্বপ্ন দেখা চলছে, তখনই রাজীব কুমারের বাড়িতে সিবিআই হানা।

প্রতিবাদে মেট্রোচ্যানেলে মমতার ধর্না। দেশের মানুষ যখন বিজেপি বিরোধী শক্তিকে বড় হতে দেখছে ঠিক ইকই সময়ে সুকৌশলে তৃণমূলকে দুর্নীতিপরায়ণ ও সহকারী দলগুলিকে শাগরেদ হিসেবে চিহ্নিত করা যাবতীয় প্রচেষ্টা করেছে গেরুয়া শিবির। ফলত রাজনৈতিক ব্যাটন হাতবদল হওয়ার সুযোগ পায়নি। তবুও পরিবর্তনের স্বপ্ন দেখতে বাধা নেই, আশা জাগিয়ে রাখে রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ের বিধানসভা নি্বাচনে বিজেপির ভরাডুবি। ধরে নিন ত্রিশঙ্কু ফলাফলে এল দেশের ভবিষ্যতের বার্তা, তাহলে জোট সরকারকে জেতাতে আঞ্চলিক দলগুলি বিজেপির দিকে ফিরবে না, নাকি কর্নাটক বিধানসভার মতো টাকার খেলায় নির্ভর করবে ক্ষমতার ভার। যদি এমনটাই হয় তাহলে ঘোড়া কেনাবেচায় বিজেপি নাকি জোট শরিকের দল এগিয়ে যাবে জানান আপনার মতামত৷ আপনার মতামত তুলে ধরা হবে AajBikel.com-এ৷

[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *