কী হবে জনতার রায়? দুশ্চিন্তা কাটাতেই কি ধ্যানমগ্ন মোদি?

শ্রীনগর: রবিবার সপ্তদশ লোকসভা নির্বাচনের শেষ দফার ভোটগ্রহণ। আপাতত প্রচার শেষ৷ সাংবাদিক সম্মেলনও করে ফেলেছেন প্রধানমন্ত্রী৷ কিন্তু ২৩ মে রায় কী হবে, মুখে না বললেও চিন্তা এখন সর্বক্ষণের সঙ্গী। এরই মধ্যে ছুটির মুডে নরেন্দ্র মোদি৷ কেদারনাথে পুজো দিয়ে দু’দিনের উত্তরাখণ্ড সফর শুরু করলেন নমো৷ তিনি বদ্রীনাথেও পুজো দেবেন বলে জানা গিয়েছে। প্রচার শেষ হয়েছে গত

bf8ff3b6bb609b0fa7a38a1f69963649

কী হবে জনতার রায়? দুশ্চিন্তা কাটাতেই কি ধ্যানমগ্ন মোদি?

শ্রীনগর: রবিবার সপ্তদশ লোকসভা নির্বাচনের শেষ দফার ভোটগ্রহণ। আপাতত প্রচার শেষ৷ সাংবাদিক সম্মেলনও করে ফেলেছেন প্রধানমন্ত্রী৷ কিন্তু ২৩ মে রায় কী হবে, মুখে না বললেও চিন্তা এখন সর্বক্ষণের সঙ্গী। এরই মধ্যে ছুটির মুডে নরেন্দ্র মোদি৷ কেদারনাথে পুজো দিয়ে দু’দিনের উত্তরাখণ্ড সফর শুরু করলেন নমো৷ তিনি বদ্রীনাথেও পুজো দেবেন বলে জানা গিয়েছে।

প্রচার শেষ হয়েছে গত বৃহস্পতিবার। এই সময় নরেন্দ্র মোদিকে কেদারনাথ ও বদ্রীনাথ দর্শনে অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন। তবে প্রধানমন্ত্রীর দপ্তরকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে আদর্শ নির্বাচন বিধির কথা।
শনিবার সম্পূর্ণ পাহাড়ি পোশাকে সেজে প্রায় আধ ঘণ্টা ধরে কেদারনাথ মন্দিরে পুজো দেন নরেন্দ্র মোদি। ধ্যান করার পাশাপাশি তিনি মন্দির শহরের উন্নয়নের কাজও খতিয়ে দেখেন৷ রবিবার সপ্তদশ লোকসভা নির্বাচনের শেষ দফার ভোটের দিন বদ্রীনাথে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে পুজো দিয়ে বিকেলে তিনি দিল্লি ফিরবেন। এনিয়ে গত পাঁচ বছরে প্রধানমন্ত্রী মোট ৪ বার এলেন কেদারনাথে। সব মিলিয়ে শেষ দফা ভোটের আগে খোশ মেজাজে মোদি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *