প্রধানমন্ত্রীর দৌড়ে এগিয়ে কে? কী বলছে জনমত সমীক্ষা?

আজ বিকেল: পুলওয়ামা কাণ্ড নিয়ে যখন গোটা দেশ তোলপাড়, তখনও নিজের বিজ্ঞাপন দিতেই ব্যস্ত ছিলেন নরেন্দ্র মোদি। রাজনীতির মাস্টার স্ট্রোক ছিল সেনা হত্যালীলা, এমনটাই দাবি বিরোধীদের। তবে জনমত সমীক্ষায় উঠে এল ভিন্ন মতামত। পাঠকদের একাংশ সাফ জানিয়ে দিলেন বিনা কারণে সেনাদের মৃত্যুবরণ একদিন না একদিন বিজেপির মারণ বাণ হয়ে ফিরবে। একদলের মতে এটাই রাজনীতির ময়দান,

প্রধানমন্ত্রীর দৌড়ে এগিয়ে কে? কী বলছে জনমত সমীক্ষা?

আজ বিকেল: পুলওয়ামা কাণ্ড নিয়ে যখন গোটা দেশ তোলপাড়, তখনও নিজের বিজ্ঞাপন দিতেই ব্যস্ত ছিলেন নরেন্দ্র মোদি। রাজনীতির মাস্টার স্ট্রোক ছিল সেনা হত্যালীলা, এমনটাই দাবি বিরোধীদের। তবে জনমত সমীক্ষায় উঠে এল ভিন্ন মতামত।

পাঠকদের একাংশ সাফ জানিয়ে দিলেন বিনা কারণে সেনাদের মৃত্যুবরণ একদিন না একদিন বিজেপির মারণ বাণ হয়ে ফিরবে। একদলের মতে এটাই রাজনীতির ময়দান, ক্ষমতায় টিকে থাকতে ঘৃণ্য কৌশলও বাজির ঘোড়া হয়ে যায়। আর একদলের মতে পাকিস্তানকে তো যোগ্য জবাব দিয়ে দিয়েছে কেন্দ্র। তারপরে তো আর এনিয়ে কথা চলতে পারে না। নেতিবাচক নয় পুলওয়ামা কাণ্ড ইতিবাচক হয়েই মোদির ভোট ব্যাংকে সমৃদ্ধ করবে। এককথায় মমতা মোদির পালে এখন জয়ের হাওয়া। দেশজুড়ে গেরুয়া জয় যেন উদযাপনের অপেক্ষায় মুহূর্ত গুনছে। ২৩ তারিখ সন্ধ্যা পেরিয়ে গেলেই শুরু হবে গেরুয়া আবীরের উদযাপন। মোদি-শাহ জুটি জয়ের হাসি হাসবে। জনমত সমীক্ষা তো চৌকিদারের দিকেই পাল্লা ভারী করে ফেলেছে।

গোটা সমীক্ষাটি পাঠকের মতামতের ভিত্তিতে তুলে ধরা হয়েছে৷ ধন্যবাদ পাঠক, গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার জন্য৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − nine =