কলকাতা: এখনও লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করেনি নির্বাচন কমিশন৷ তবে বাড়তে শুরু করেছে আক্রমণের ঝাঁঝ। এরই মধ্যে নতুন করে ঘৃতাহুতি দিলেন প্রাক্তন রাজ্যপাল ও বিজেপি নেতা তথাগত রায়। সক্রিয় রাজনীতি থেকে তিনি অনেক দিন ধরেই দূরে৷ গেরুয়া শিবিরের সঙ্গেও দূরত্ব রয়েছে তাঁর৷ তবে নারী দিবসে একেবারে চাঁচাছোলা ভাষায় তৃণমূল কংগ্রেসকে বিঁধলেন প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি। (Tathagatas tweet)
ভোটে আবহে বিজেপির নেতা, কর্মী এবং আরএসএসের সংগঠকদের কী কী বিষয়ে সতর্ক থাকতে হবে, তার উপর একটি টুইট করেছেন বর্ষীয়ান বিজেপি নেতা৷ কিন্তু টুইটে তথাগত রায়ের যে শব্দচয়ন করেছেন, তা নিয়ে বিতর্ক দানা বেধেছে৷
টুইটে বর্ষীয়ান নেতা লেখেন, ‘‘নির্বাচনের আগে বিজেপি নেতা কর্মীদের ও আর এস এস সংগঠকদের বিভিন্নভাবে তৃণমূল বিষকন্যা, সুন্দরী মহিলা, আত্মীয়াদের ব্যবহার করে মানসিক বিড়ম্বনা, সময় নষ্ট, চরিত্র হনন ও পুলিশ কেস দেওয়ার চেষ্টা করবে। এব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। বিভিন্ন বাড়িতে যাওয়া, মোবাইলে কথা বলা, হোয়াটসঅ্যাপ, ফেসবুক বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় চ্যাট অডিও ও ভিডিও কলিং এর ব্যাপারে খুব সতর্ক থাকতে কর্মীদের বলা দরকার।’’