ভোট লুটে বাংলাকে হার মানালো উত্তরপ্রদেশ!

লখনউ: ভোটারদের আটকাতে প্রথমে টাকা দিয়ে পরে জোর করে আঙুলে কালি লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। যাতে তাঁরা আর ভোট দিতে না পারেন। রবিবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের চান্দৌলি লোকসভা কেন্দ্রের তারা জীবনপুর গ্রামে। এর প্রতিবাদে স্থানীয় থানার বাইরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। তাঁদের মধ্যে সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টির কর্মীরা ছিলেন। উপস্থিত হয়েছিলেন এসপি-বিএসপি

7e46b65399e23e5bf523918c750a67b4

ভোট লুটে বাংলাকে হার মানালো উত্তরপ্রদেশ!

লখনউ: ভোটারদের আটকাতে প্রথমে টাকা দিয়ে পরে জোর করে আঙুলে কালি লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। যাতে তাঁরা আর ভোট দিতে না পারেন। রবিবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের চান্দৌলি লোকসভা কেন্দ্রের তারা জীবনপুর গ্রামে।

এর প্রতিবাদে স্থানীয় থানার বাইরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। তাঁদের মধ্যে সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টির কর্মীরা ছিলেন। উপস্থিত হয়েছিলেন এসপি-বিএসপি মহাজোটের প্রার্থী সঞ্জয় চৌহান এবং স্থানীয় বিধায়কও। এক বিক্ষোভকারী সংবাদ সংস্থাকে জানিয়েছেন, ‘প্রথমে ওরা আমাদের ওদের দলকে ভোট দেওয়ার কথা বলেছিল। এখন ওরা বলছে যে আমরা আর ভোট দিতে পারব না। একথা কাউকে বলতেও বারণ করেছিল।’ অভিযোগে প্রকাশ, গ্রামের তিন জনকে ৫০০ টাকা দিয়েছিল বিজেপি। এই ঘটনায় এফআইআরও দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *