বাংলায় পুনর্নির্বাচনের দাবি বিজেপির, আদৌ মানবে কমিশন?

নয়াদিল্লি: বাংলায় আসছে গেরুয়া ঝড়! পূর্বাভাস মিলিছে একাধিক জনমত সমীক্ষার ফলাফল৷ অন্তত ১১ থেকে ২২টি আসন বাংলা থেকে পেতে পারে বিজেপি, এহেন বুথ ফেরত সমীক্ষা দেখেও আশ্বস্ত হতে পারছে না গেরুয়া শিবির৷ ভোটের হিংসা ও পুনর্নির্বাচনের দাবি তুলে জাতীয় নির্বাচনের অভিযোগ জানালেন কেন্দ্রীয় মন্ত্রী পিয়ুষ গোয়৷ আজ পিয়ুষ গোয়লের নেতৃত্বে বিজেপির প্রতিনিধি দল জাতীয় নির্বাচন

বাংলায় পুনর্নির্বাচনের দাবি বিজেপির, আদৌ মানবে কমিশন?

নয়াদিল্লি: বাংলায় আসছে গেরুয়া ঝড়! পূর্বাভাস মিলিছে একাধিক জনমত সমীক্ষার ফলাফল৷ অন্তত ১১ থেকে ২২টি আসন বাংলা থেকে পেতে পারে বিজেপি, এহেন বুথ ফেরত সমীক্ষা দেখেও আশ্বস্ত হতে পারছে না গেরুয়া শিবির৷ ভোটের হিংসা ও পুনর্নির্বাচনের দাবি তুলে জাতীয় নির্বাচনের অভিযোগ জানালেন কেন্দ্রীয় মন্ত্রী পিয়ুষ গোয়৷

বাংলায় পুনর্নির্বাচনের দাবি বিজেপির, আদৌ মানবে কমিশন?আজ পিয়ুষ গোয়লের নেতৃত্বে বিজেপির প্রতিনিধি দল জাতীয় নির্বাচন কমিশনের কর্তাদের সঙ্গে কথা বলেন৷ সেখানে বেশ কিছু দাবি দাওয়া তুলে ধরা হয়৷ বৈঠক শেষে সংবাদমাধ্যমে পিয়ুষ গোয়ল বলেন, ‘‘নির্বাচন কমিশনকে আমাদের কর্মীদের উপর হিংসার বিস্তারিত তথ্য তুলে দিয়েছি৷ একই সঙ্গে পশ্চিমবঙ্গে সাত দফায় ভোটে যে যে বুথে হিংসা হয়েছে, তার বিস্তারিত তথ্য তুলে ধরেছি৷ হিংসার জেরে আমরা কয়েকটি বুথে পুনর্নির্বাচনের দাবি তুলেছি৷’’ তবে, সাত দফার ভোট শেষ হওয়ার বিজেপির এই দাবি আদৌ কমিশন মেনে নেবে কি না, তা নিয়ে সন্দেহ আছে৷ কারণ, পুনর্নির্বাচন নেওয়ার ক্ষেত্রে কমিশন বিভিন্ন প্রশাসনিক স্তর থেকে আসা রিপোর্টের উপর ভিত্তি করেই সিদ্ধান্ত নিয়ে থাকে৷ এক্ষেত্রে বাংলা থেকে তেমন কোনও সুপারিশ এখনও আসেনি৷

পুনর্নির্বাচনের দাবি তোলার পাশাপাশি  ভোট মিটে গেলেও রাজ্যের বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা দাবিও জানানো হয় বিজেপির তরফে৷ সেবিষয়টি নিয়েও কমিশনকে বিস্তারিত রিপোর্ট বিজেপি দিয়েছে বলে জানা গিয়েছে। যতদিন মডেল কোড অফ কনডাক্ট লাগু থাকবে ততদিন কোন্দ্রীয় বাহিনীকে ধরে রাখার দাবি জানিয়েছে বিজেপি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + 7 =