‘বাংলায় বিজেপির ফল দেশকে চমকে দেবে’

নয়াদিল্লি: বুথ ফেরত সমীক্ষার ফল দেখে বিজেপির আত্মবিশ্বাস অনেকটাই বেড়েছে। সর্বভারতীয় স্তরে ভাল ফল করার ব্যাপারে আশাবাদী বিজেপি নেতারা। বিজেপি সভাপতি অমিত শাহ এনডিএর শরিকদের নৈশভোজের আমন্ত্রণ জানিয়েছেন। পাশাপাশি বিজেপির নেতারাও নিজেদের ফল ভাল হওয়ার ব্যাপারে আশা প্রকাশ করছেন। এই বুথ ফেরত সমীক্ষায় বলা হয়েছে, বাংলায় বিজেপি দারুণ ফল করতে চলেছে। এই পূর্বাভাস মিলে যাবে

‘বাংলায় বিজেপির ফল দেশকে চমকে দেবে’

নয়াদিল্লি: বুথ ফেরত সমীক্ষার ফল দেখে বিজেপির আত্মবিশ্বাস অনেকটাই বেড়েছে। সর্বভারতীয় স্তরে ভাল ফল করার ব্যাপারে আশাবাদী বিজেপি নেতারা। বিজেপি সভাপতি অমিত শাহ এনডিএর শরিকদের নৈশভোজের আমন্ত্রণ জানিয়েছেন। পাশাপাশি বিজেপির নেতারাও নিজেদের ফল ভাল হওয়ার ব্যাপারে আশা প্রকাশ করছেন। এই বুথ ফেরত সমীক্ষায় বলা হয়েছে, বাংলায় বিজেপি দারুণ ফল করতে চলেছে। এই পূর্বাভাস মিলে যাবে বলে মনে করেন বিজেপির বর্ষীয়ান নেতা রামমাধব৷

তিনি বলেন, ‘‘বাংলা এবার সমীক্ষক থেকে শুরু করে রাজনৈতিক পর্যবেক্ষকদের চমকে দেবে। ২০১৪ সালে উত্তর প্রদেশে আমাদের যে ফল হয়েছিল এবার বাংলায় তাই হবে। বাংলার প্রত্যেকটি মানুষ বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দু’হাত তুলে সমর্থন করেছেন। তারই ফলাফল আমরা পেতে চলেছি৷’’

ইন্ডিয়া টুডে ও অ্যাক্সিসের সমীক্ষা অনুযায়ী পশ্চিমবঙ্গে বিজেপি ১৯ থেকে ২৩টি আসন পেতে পারে৷ নিউজ ১৮ বলছে, বিজেপি পাবে তিন থেকে চারটি আসন। অন্য কয়েকটি সংস্থা জানিয়েছে, বিজেপি ১৪ থেকে ১৬টির মধ্যে আসন পাবে৷ এনডিটিভির পোল অফ পোলস বলছে, ১৩টি আসন পেতে চলেছে বঙ্গ বিজেপি৷ অন্য একটি প্রসঙ্গে রামমাধব জানান, মহাজোট ব্যর্থ হবে। তাঁর কথায়, ‘‘কয়েকটি দল একসঙ্গে চলে এলেই জোট হয় না। নির্দিষ্ট আদর্শের ভিত্তিতে জোট করতে হয়। মানুষের জীবনে পরিবর্তন আনা সম্ভব না হলে জোটের উদ্দেশ্য ব্যর্থ হয়৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 5 =