পূর্ব মেদিনীপুর: এখনও লোকসভা ভোটের প্রার্থী ঘোষণা করেনি বিজেপি৷ তার আগেই কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে দেওয়াল লিখন শুরু করে দিল তমলুকে দলের কর্মীরা৷
বৃহস্পতিবারই আনুষ্ঠানিক ভাবে ‘গেরুয়া’ হয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ তবে তাঁর বিজেপি-যোগের আগেই প্রার্থীপদ নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছিল৷ বিজেপি প্রকাশ্যে কিছু না বললেও, কানাঘুষো শুরু হয় যে, তমলুক থেকে প্রার্থী হচ্ছেন প্রাক্তন বিচারপতি।
এবার একেবারে তাঁর নামে দেওয়াল লিখন শুরু হয়ে গেল৷ ২০২৪-এর লোকসভা ভোটে হাইভোল্টেজ কেন্দ্রগুলির মধ্যে নিঃসন্দেহে অন্যতম তমলুক। ২০০৯ সাল পর্যন্ত এই কেন্দ্র ছিল প্রাক্তন বাম নেতা লক্ষ্মণ শেঠের গড়। তবে ২০০৯ সালের পর থেকে তমলুক হয়ে যায় অধিকারী গড়৷
আরও কতদিন বৃষ্টি? কালীপুজো’ও মাটি! আগামী এক সপ্তাহের ওয়েদার রিপোর্ট | West Bengal Weather Update