বাবা রাজীবের মৃত্যু দিবসে আবেগ ভাঙলেন রাহুল-প্রিয়াঙ্কা

নয়াদিল্লি: আজ থেকে ঠিক ২৮ বছর আগের ঘটনা৷ গোটা বিশ্বকে চমকে এই দিনটিতেই ভারতীয় গণতন্ত্রের উপর সন্ত্রাসের কালো ছায়া নেমে এসেছিল৷ তামিলনাড়ুতে ভোটের প্রচারে গিয়ে এলটিটিই জঙ্গিদের আত্মঘাতি হামলায় প্রাণ গিয়েছিল ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী৷ আজ রাজীব গান্ধীরমৃত্যুবার্ষিকী৷ গোটা দেশেজুড়ে চলছে স্মরণ৷ শ্রদ্ধা জানালেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী৷ আজ এই দিনে বাবার সম্পর্কে

d809a7051c37ae947e643624f90ec77f

বাবা রাজীবের মৃত্যু দিবসে আবেগ ভাঙলেন রাহুল-প্রিয়াঙ্কা

নয়াদিল্লি: আজ থেকে ঠিক ২৮ বছর আগের ঘটনা৷ গোটা বিশ্বকে চমকে এই দিনটিতেই ভারতীয় গণতন্ত্রের উপর সন্ত্রাসের কালো ছায়া নেমে এসেছিল৷ তামিলনাড়ুতে ভোটের প্রচারে গিয়ে এলটিটিই জঙ্গিদের আত্মঘাতি হামলায় প্রাণ গিয়েছিল ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী৷ আজ রাজীব গান্ধীরমৃত্যুবার্ষিকী৷ গোটা দেশেজুড়ে চলছে স্মরণ৷ শ্রদ্ধা জানালেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী৷

আজ এই দিনে বাবার সম্পর্কে লিখতে গিয়ে শোস্যাল মিডিয়ায় বেশ আবেপ্রবণ হয়ে পড়েন কংগ্রেস সভাপতি৷ লেখেন, ‘‘আমার বাবা ছিলেন, ভদ্র, স্নেহপ্রবণ, দয়ালু। তাঁর কাছ থেকেই আমি সকলকে ভালোবাসার, শ্রদ্ধা করার শিক্ষা পেয়েছি৷ বাবাই আমাকে শিখিয়েছিলেন কাউকে কখনও ঘৃণা না করতে, ক্ষমাশীল হতে। প্রতি মুহূর্তে আমি বাবার অভাববোধ করি৷’’

প্রিয়াঙ্কা গান্ধীও একটি পুরনো ছবি পোস্ট করেছেন। ছবিতে ছোট্ট প্রিয়াঙ্কা তাঁর বাবা রাজীব গান্ধীকে জড়িয়ে ধরে আছেন। সেই ছবির সঙ্গে তিনি হরিবংশ রাই বচ্চনের বিখ্যাত অগ্নিপথ কবিতাটি তুলে ধরেন৷ লেখেন, ‘‘বাবা চিরকালই আমার হিরো থাকবেন৷’’

লোকসভা নির্বাচনের নরেন্দ্র মোদি-সহ বিজেপি নেতারা নিশানা করেছিলেন প্রয়াত প্রধানমন্ত্রীকে৷ যুদ্ধ জাহাজকে ব্যক্তিগত ট্যক্সির মতো ব্যবহারের অভিযোগ তোলা হয়। বাবারকে প্রেম ও দয়ার প্রতীক হিসেবে তুলে ধরে বকলমে বিজেপির সেই রাজনীতির বাব দিলেন রাহুল বলে মনে রছে রাদনৈতিক মহল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *