জঙ্গি হামলায় বিধায়ক সহ ৭ জনের মৃত্যু

অরুণাচল: জঙ্গি হামলায় নিহত হলেন অরুণাচল প্রদেশের বিধায়ক তিরং আবো। তাঁর সঙ্গে মারা গিয়েছেন আরও ৬ জন। নিহত বিধায়ক ন্যাশনাল পিপলস পার্টির। মনে করা হচ্ছে, এই হামলার পিছনে রয়েছে এনএসসিএন-আইএন গোষ্ঠীর জঙ্গিরা। ঘটনাটি তিরাপের। মুখ্যমন্ত্রী কনরাড সাংমা বলেছেন, এই হামলায় দোষীদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ব্যবস্থা নিতে হবে। গত মার্চে অরুণাচলের এক গ্রামে এক

জঙ্গি হামলায় বিধায়ক সহ ৭ জনের মৃত্যু

অরুণাচল: জঙ্গি হামলায় নিহত হলেন অরুণাচল প্রদেশের বিধায়ক তিরং আবো। তাঁর সঙ্গে মারা গিয়েছেন আরও ৬ জন। নিহত বিধায়ক ন্যাশনাল পিপলস পার্টির। মনে করা হচ্ছে, এই হামলার পিছনে রয়েছে এনএসসিএন-আইএন গোষ্ঠীর জঙ্গিরা। ঘটনাটি তিরাপের।

মুখ্যমন্ত্রী কনরাড সাংমা বলেছেন, এই হামলায় দোষীদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ব্যবস্থা নিতে হবে। গত মার্চে অরুণাচলের এক গ্রামে এক এনপিপি সমর্থক খুন হন। তিরাপ জেলাতেই জেলি আন্না আর তার সঙ্গী খাম নিভি আবিকে মারধর করে জঙ্গিরা। ঘটনাস্থেলই মারা যান আন্না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − five =