এবার ভোট গণনা হবে কীভাবে? জানুন খুঁটিনাটি তথ্য

কলকাতা: শেষ হয়েছে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রণের উৎসব৷ এবার অপেক্ষা ফলাফলের৷ আগামী ২৩ মে ভোট গণনা৷ কমিশন সূত্রে খবর, এবার চারটি পদ্ধতিতে গণনা হতে চলেছে৷ ভোট গণনা ঠিক কীভাবে হয়? জানুন খুঁটিনাটি তথ্য৷ প্রথম পোস্টাল ব্যালটের ভোট গণনা হবে। এরপর গণনা করা হবে সার্ভিস ভোটারদের ভোট। তিনটি খামের ভিতরে থাকবে পোস্টাল ব্যালট। প্রথমে খোলা হবে বাইরের খাম,

5fa504893619058e5f0e53432195dc92

এবার ভোট গণনা হবে কীভাবে? জানুন খুঁটিনাটি তথ্য

কলকাতা: শেষ হয়েছে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রণের উৎসব৷ এবার অপেক্ষা ফলাফলের৷ আগামী ২৩ মে ভোট গণনা৷ কমিশন সূত্রে খবর, এবার চারটি পদ্ধতিতে গণনা হতে চলেছে৷ ভোট গণনা ঠিক কীভাবে হয়? জানুন খুঁটিনাটি তথ্য৷

প্রথম পোস্টাল ব্যালটের ভোট গণনা হবে। এরপর গণনা করা হবে সার্ভিস ভোটারদের ভোট। তিনটি খামের ভিতরে থাকবে পোস্টাল ব্যালট। প্রথমে খোলা হবে বাইরের খাম, তারপরের খামের ভিতর থাকবে সার্ভিস ভোটারের ডিক্লেয়ারেশন এবং তৃতীয় খামে থাকবে পোস্টাল ব্যালট। এই খামের ভিতরে পোস্টাল ব্যালটের সঙ্গে থাকবে কিউআর কোড। এই কোড স্ক্যান করা হবে। যদি স্ক্যান মিলে যায়, তবেই এই ভোট গণনা করা হবে। এরপরই ইভিএমের ভোট গণনা করা হবে। ইভিএমের সঙ্গে থাকা কন্ট্রোল ইউনিট নিয়ে আসা হবে স্ট্রং রুম থেকে। গণনা কেন্দ্রে ১৪টি টেবিল থাকবে। ১৭ থেকে ২০ রাউন্ড গণনা হবে।

এ ক্ষেত্রে যদি কোনও কন্ট্রোল ইউনিট বিগড়ে যায়, তখন তার ভিভিপ্যাটের গণনা করা হবে। কন্ট্রোল ইউনিটের গণনা শেষ হয়ে গেলে শুরু হবে ভিভিপ্যাটের গণনা। লটারির মাধ্যমে প্রত্যেক বিধানসভা থেকে পাঁচটি করে ভিভিপ্যাট স্ট্রং রুম থেকে নিয়ে আসা হবে কাউন্টিং হলের ভিতরে। ভিভিপ্যাটের পেপার গণনা করে ইভিএমের সঙ্গে মেলাবেন গণনা কর্মীরা। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতি রাউন্ডের গণনার পর সব রাজনৈতিক দলের এজেন্টের সই নিতে হবে। নিউ সুবিধা অ্যাপে প্রতি রাউন্ডের গণনার পরে ফলাফল ডাউনলোড করতে হবে। ভিভিপ্যাটের গণনার জন্য এবার বেশি সময় লাগবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *