সাধ্বীর বিরুদ্ধে ১২ বছরের পুরানো মামলার খাতা খুলছে সরকার

লখনউ: সাধ্বী প্রজ্ঞার বিরুদ্ধে ধামাচাপা পড়ে যাওয়া পুরানো একটি হত্যাকাণ্ডের মামলা শুরু করার পরিকল্পনা মধ্যপ্রদেশ সরকারের। কংগ্রেসের নেতৃত্বে পরিচালিত মধ্য প্রদেশ সরকার শীঘ্রই আইনি পরামর্শ নেবে প্রাক্তন আরএসএস প্রচারক সুনীল জোশি হত্যাকাণ্ড মামলা পুনরায় চালু করার জন্য৷ এই মামলায় অন্যতম প্রধান অভিযুক্ত সাধ্বী প্রজ্ঞা, মঙ্গলবার এমনটাই জানান মধ্য প্রদেশের আইন মন্ত্রী পিসি শর্মা। ২০০৭ সালের

সাধ্বীর বিরুদ্ধে ১২ বছরের পুরানো মামলার খাতা খুলছে সরকার

লখনউ: সাধ্বী প্রজ্ঞার বিরুদ্ধে ধামাচাপা পড়ে যাওয়া পুরানো একটি হত্যাকাণ্ডের মামলা শুরু করার পরিকল্পনা মধ্যপ্রদেশ সরকারের। কংগ্রেসের নেতৃত্বে পরিচালিত মধ্য প্রদেশ সরকার শীঘ্রই আইনি পরামর্শ নেবে প্রাক্তন আরএসএস প্রচারক সুনীল জোশি হত্যাকাণ্ড মামলা পুনরায় চালু করার জন্য৷

এই মামলায় অন্যতম প্রধান অভিযুক্ত সাধ্বী প্রজ্ঞা, মঙ্গলবার এমনটাই জানান মধ্য প্রদেশের আইন মন্ত্রী পিসি শর্মা। ২০০৭ সালের ২৯ ডিসেম্বর জোশিকে গুলি করে হত্যা করা হয়। ঘটনায় সাধ্বীর সাথে আরো সাতজনকে অভিযুক্ত করা হলেও যথেষ্ট প্রমাণ না থাকার দরুন ২০১৭ সালে তাদের ছেড়ে দেয় আদালত। রাজ্য সরকার পুনরায় মামলাটি চালু করার আবেদন জানাবে আদালতে, জানান শর্মা। যেখানে হত্যাকাণ্ডটি ঘটে, সেই দেবস জেলার তৎকালীন কালেকটরকে তলব করা হবে রিপোর্ট তৈরি করার জন্য, যোগ করেন তিনি। ‘সেই রিপোর্টের উপর ভিত্তি করেই যাবতীয় পরিকল্পনা নেওয়া হবে,’ তাঁর মন্তব্য। পিসি শর্মার আরো দাবি, তৎকালীন জেলা কালেকটর নিজের মতো করে সিদ্ধান্ত নিয়ে মামলাটি আইন মন্ত্রকে নিয়ে যাওয়ার বদলে ধামাচাপা দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + six =