এবার গোটা বিশ্বের উপর নজরদারি চালাবে ভারত

শ্রীহরিকোটা: বুধবার অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে ভোর সাড়ে ৫টায় নজরদারি উপগ্রহ রিস্যাট-২বি সফল উৎক্ষেপণ করল ইসরো। মঙ্গলবার সকাল সাড়ে ৪টা থেকেই কাউন্ট ডাউন শুরু হয়৷ Indian Space Research Organisation (ISRO) launches PSLVC46 from Satish Dhawan Space Centre, Sriharikota. PSLVC46 will launch the RISAT-2B radar earth observation satellite into a 555 km-altitude orbit. pic.twitter.com/iY2paDVjls — ANI (@ANI)

এবার গোটা বিশ্বের উপর নজরদারি চালাবে ভারত

শ্রীহরিকোটা: বুধবার অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে ভোর সাড়ে ৫টায় নজরদারি উপগ্রহ রিস্যাট-২বি সফল উৎক্ষেপণ করল ইসরো। মঙ্গলবার সকাল সাড়ে ৪টা থেকেই কাউন্ট ডাউন শুরু হয়৷

পিএসএলভি-সি৪৬ রকেটের সাহায্যে এই উপগ্রহ উৎক্ষেপণ করা হয়। ইসরো জানিয়েছে, কৃষি, অরণ্য ও বিপর্যয় মোকাবিলার ক্ষেত্রে এই উপগ্রহ কাজ করবে। উৎক্ষেপণের ১৫ মিনিট পরেই ৫৫৫ কিলোমিটার দূরে কক্ষপথে স্থাপিত হবে রিস্যাট-২বি। এই উপগ্রহের ওজন ৬১৫ কেজি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − nine =