ভোট না দাঁড়িয়েও জয়ী সানি লিওন! টিভিতে ফাঁস তথ্য

আজ বিকেল: পাঞ্জাবের গুরুদাসপুর থেকে ধর্মেন্দ্র পুত্র তথা বলিউড তারকা সানি দেওল বিজেপির টিকিটে লড়ছেন। ভোট গণনা শুরু হতেই দেখা যায়, তিনি এগিয়ে রয়েছেন। আর সেই খবর দর্শকদের টিভি চ্যানেলের স্টুডিও থেকে লাইভ শো-তে জানান বিশিষ্ট সাংবাদিক অর্ণব গোস্বামী। তবে ভোট-উত্তেজনার পারদ এতটাই চড়েছিল যে একলাফে অন ক্যামেরায় তিনি সানি দেওলকে সানি লিওন বলে সম্বোধন

ভোট না দাঁড়িয়েও জয়ী সানি লিওন! টিভিতে ফাঁস তথ্য

আজ বিকেল: পাঞ্জাবের গুরুদাসপুর থেকে ধর্মেন্দ্র পুত্র তথা বলিউড তারকা সানি দেওল বিজেপির টিকিটে লড়ছেন। ভোট গণনা শুরু হতেই দেখা যায়, তিনি এগিয়ে রয়েছেন। আর সেই খবর দর্শকদের টিভি চ্যানেলের স্টুডিও থেকে লাইভ শো-তে জানান বিশিষ্ট সাংবাদিক অর্ণব গোস্বামী। তবে ভোট-উত্তেজনার পারদ এতটাই চড়েছিল যে একলাফে অন ক্যামেরায়  তিনি সানি দেওলকে সানি লিওন বলে সম্বোধন করে ফেলেন।

ভারতীয় মিডিয়া এই মুহূর্তে কেবলমাত্র সপ্তদশ লোকসভা নির্বাচনের মতো হাইভোল্টেজ ঘটনাকে পাখির চোখ করে রেখেছে। আর এই উত্তেজনার বশে সংবাদ সঞ্চালক তথা বিশিষ্ট সাংবাদিক অর্ণব গোস্বামী সানি দেওলের জায়গায় লাইভ শো-তেই বলে ফেলেছিলেন সানি লিওন। সেই ভিডিও আপাতত ভাইরাল।

উল্লেখ্য, এবার বিজেপির পালে হওয়া বুথ ফেরত জনমত সমীক্ষাতেও সেই আভাস ছিল ভালরকম। তায় নিজের কৃতকর্মের পল চেয়ার হারাতে চাননি মোদি। সাধ্যমতো চেষ্টা করেছেন। প্রচার করতে কোথায় না পৌঁছে গিয়েছেন। জিততে তো তাঁকে হবেই। তাই শেষমুহূর্তে গুরদাসপুরে প্রার্থী করলেন বলি তারকা সানি দেওলকে। মাঠে নেমেই মাত করে দিলেন সানি। মোদির সঙ্গে সানিরও ভাগ্য খুলে গেল। ভাগ্যের জোরে বার বার প্রচার পাচ্ছেন এই অভিনেতা, আজও টিভির উপস্থাপক তাঁকে প্রচার দিয়ে গেলেন পর্নস্টার সানি লিওনি হিসেবে। সে যাই বলুক জিত তো তাঁরই মুঠোবন্দি, তাই না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × three =