নয়াদিল্লি: শেষ হল বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের উৎসব৷ জনতার ভোট পেয়ে দিল্লির মসনদে বসতে চলেছে লোকসভার নব নিযুক্ত সংসদরা৷ কিন্তু, জানানেন কি, সংসদের উভয় কক্ষের সাংসদরা কত টাকা বেতন পান, কী কী সরকারি সুবিধা পান সাংসদরা৷
আইটিআইয়ের জবাবে লোকসভার সচিবালয় জানিয়েছেন, লোকসভার প্রতি সাংসদ পিছু বছরে গড়ে ৭১.২৯ লক্ষ টাকা খরচ করা হয়৷ আর রাজ্যসভার সদস্যদের ক্ষেত্রে বার্ষিক খরচ হয়েছে ৪৪.৩৩ লক্ষ টাকা৷ পরিসংখ্যান বলছে, ২০১৪-১৫ আর্থিক বছর থেকে পরবর্তী ৪ বছরে লোকসভার সদস্যদের জন্য সরকারি কোষাগার থেকে খরচ হয়েছে ১,৫৫৪ কোটি টাকারও বেশি৷ আর এই একই সময়ে রাজ্যসভার সদস্যদের ক্ষেত্রে খরচের অংক অন্তত ৪৪৩ কোটি টাকা৷ সাংসদদের বেতন ও ভাতা বাবদ গত পাঁচ আর্থিক বছরে সরকারের ১,৯৯৭ কোটি টাকা খরচ হয়েছে৷
কী কী সরকারি সুবিধা পান সাংসদরা? জানা গিয়েছে, একজন সাংসদের মাসিক বেতন ৫০ হাজার টাকা৷ নির্বাচনী কেন্দ্রে ভাতা দেওয়া হয় ৪৫ হাজার টাকা৷ অফিসের জন্য ভাতা দেওয়া হয় ১০ হাজার টাকা৷ অফিসে আসার জন্য প্রতিদিন ২ হাজার টাকা করেও দেওয়া হয়৷ বিনামূল্য ৫০ হাজার ইউনিট বিদ্যুত্ পেয়ে থাকেন সাংসদরা৷ ঘরভাড়া ছাড়া থাকার ব্যবস্থা থাকে৷ দেড় লক্ষ ফ্রি ফোন কলের সুবিধা পান সাংসদরা৷ সারা ভারতে ৩৪টা বিজনেস ক্লাবে বিমান ভ্রমণের বিনাখরচে টিকিটও পান দেশের নেতারা৷ দেশের যে কোনও জায়গায় এসি ট্রেনে যাতায়াত করার সুবিধাও মেলে৷
এর পরও সাংসদদের মাসিক বেতন ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লক্ষ টাকা করার সুপারিশ করেছে বেতন সংক্রান্ত সংসদীয় কমিটি৷ নির্বাচনী কেন্দ্র ভাতা বাবদ মাসে ৪৫ হাজার টাকার ভাতা দ্বিগুণ করে মাসে ৯০ হাজার টাকায় নিয়ে যাওয়ার সুপারিশ হয়েছে৷ সব রকমের ভাতা মিলিয়ে এখন সাংসদরা মাসে ১ লক্ষ ৪০ হাজার টাকা পান৷ সংসদীয় কমিটির সুপারিশ মানা হলে সাংসদদের মাসিক বেতন হবে মাসিক ২ লক্ষ ৮০ হাজার টাকায়৷