বারাকপুর: বৃহস্পতিবার সকাল থেকেই গণনাকেন্দ্রের পাশেই লাল রংয়ের চেয়ারে বসে ছেলে তথা ভাটপাড়া বিধানসভা উপনির্বাচনের প্রার্থীর আর নিজের লিডের খোঁজখবর নিচ্ছিলেন দাপুটে বিজেপি নেতা অর্জুন সিং। সাদা জামা, সাদা প্যান্ট আর গেরুয়া রংয়ের উত্তরীয় পরে সকাল থেকেই খোশমেজাজে ছিলেন। অন্যদিকে, বিধানসভা উপনির্বাচনের তৃণমূল প্রার্থী মদন মিত্র গণনা কেন্দ্রের ভিতরে এক ধারে অনুগামীদের সঙ্গে একটি চেয়ার বসেই নিজের বিধানসভা কেন্দ্রের খোঁজখবর নিচ্ছিলেন।
অর্জুনপুত্রের কাছে বিপুল ভোটে পরাজয়ের পর তিনি গণনাকেন্দ্র থেকে বেরিয়ে যাওয়ার সময় বিজেপি প্রার্থী অর্জুন সিংকে চেয়ারে বসে থাকতে দেখে নিজে হাত বাড়িয়ে সৌজন্য বিনিময় করেন মদন। শুধু তাই নয়, দু’জনে কোলাকুলি করেন। মদন বলেন, ভাটপাড়া যাতে আর অশান্ত না হয় তুই দেখিস। তোর সঙ্গে তো আর ব্যক্তিগত কোনও শত্রুতা নেই। অর্জুনও পাল্টা বলেন, তুমি আমার দাদা। তোমার সঙ্গে আমার ব্যক্তিগত কোনও শত্রুতা নেই। অর্জুনের সঙ্গে সৌজন্য বিনিময় করার সময় দলীয় অনুগামীরা জয় শ্রীরাম বলে চিৎকার করতে থাকেন। মদনও তাদের সঙ্গে জয় শ্রীরাম বলে এলাকা ছেড়ে চলে যান। এমনকী গণনাকেন্দ্রের বাইরেও দীনেশ ও মদনকে দেখে জয়ের উল্লাসে বিজেপি সমর্থকরা জয় শ্রীরাম বলে ধ্বনি দিতে থাকলে হাসিমুখে দুই প্রার্থীই তাঁদের উদ্দেশ করে জয় শ্রীরাম বলে চলে যান।