নয়াদিল্লি : আগমি ৩০ মে, মঙ্গলবার সম্ভবত প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদির শপথগ্রহণ। সরকারিভাবে তা জানানো না হলেও বিজেপির সূত্র এমনই ইঙ্গিত দিয়েছে। ২০১৪ সালের লোকসভার ভোটের ফল ঘোষণা হয়েছিল ১৬ মে, মোদির শপথ হয়েছিল ২৬ মে। তার আগে শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভার শেষ বৈঠক হয়েছে।
গতবার মোদির শপথে এসেছিলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ, শ্রীলঙ্কার প্রাক্তন প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষে, নেপালের প্রধানমন্ত্রী সুশীলা কৈরালা, মালদ্বীপের প্রেসিডেন্ট আবদুল্লা ইয়ামিন। তেব এবার পাক প্রধানমন্ত্রী ইমরান খানের কাছে আমন্ত্রণ যাবে কিনা তা অনিশ্চিত। প্রথাগতভাবে রাষ্ট্রপতি ভবনের দরবার হলের জায়গায় শপথ হয়েছিল ভবনের চত্বরে, খোলা জায়গায়। এবার শপথগ্রহণ অনুষ্ঠান আরও জমকালো করা হতে পারে। শোনা যাচ্ছে, আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স এবং চিনের রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানো হবে। এছাড়াও জাপান, জার্মানি, ইজরায়েল. ইসলামি দেশগুলির কাছে আমন্ত্রণ যাবে। সেবার বলিউডের তারকার ভিড় করলেও এ বার তাদের আমন্ত্রণ জানানোর পরিকল্পনা নেই বলেই জানা যাচ্ছে।