পরিবারে ৯ সদস্য, অথচ ভোট পেয়েছেন মাত্র ৫টি

জলন্ধর : ভোটে জিততে না পেরে অনেকেই ভেঙে পড়েন কান্নায়। কিন্তু পাঞ্জাবের জলন্ধরের নির্দল প্রার্থী নীতু সাট্টার্নওয়ালা টিভি চ্যানেলের ক্যামেরার সামনেই কান্নায় ভেঙে পড়লেন অন্য কারণে। তাঁর নিজের বুথেই মাত্র ৫টি ভোট পেয়েছেন নীতু।তবে কান্নার আসল কারণ ফাঁস করার পর নেটিজেনদের মধ্যে সমবেদনার ঝড় উঠেছে। নীতু বলেছেন, তাঁর পরিবারেই ৯ জন সদস্য, অথচ ভোট পেয়েছেন

পরিবারে ৯ সদস্য, অথচ ভোট পেয়েছেন মাত্র ৫টি

জলন্ধর : ভোটে জিততে না পেরে অনেকেই ভেঙে পড়েন কান্নায়। কিন্তু পাঞ্জাবের জলন্ধরের নির্দল প্রার্থী নীতু সাট্টার্নওয়ালা টিভি চ্যানেলের ক্যামেরার সামনেই কান্নায় ভেঙে পড়লেন অন্য কারণে। তাঁর নিজের বুথেই মাত্র ৫টি ভোট পেয়েছেন নীতু।তবে কান্নার আসল কারণ ফাঁস করার পর নেটিজেনদের মধ্যে সমবেদনার ঝড় উঠেছে। নীতু বলেছেন, তাঁর পরিবারেই ৯ জন সদস্য, অথচ ভোট পেয়েছেন মাত্র ৫টি। ফলে তাঁর একান্ত আপনজনেরাই তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন ভেবেই কেঁদে ফেলেছেন এই নির্দল প্রার্থী। ২৩ মে লোকসভার ভোটগননা চলাকালীন সোশাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়।

ভিডিওটি পাঞ্জাবের একটি নিউজ চ্যানেলের। সেখানে বাইট দিতে দিতেই হাপুস নয়নে কাঁদতে দেখা যায় নির্দল প্রার্থী নীতু সাট্টার্নওয়ালাকে। তবে তিনি শেষপর্যন্ত বুঝেছেন যে রাজনীতি অতি কঠিন ঠাঁই। নিজের বুথে মাত্র ৫ ভোট পেলেও তিনি সবমিলিয়ে ভোট পেয়েছেন ৮৫৬টি।এখানেই তাঁর আক্ষেপ, এত মানুষ তাঁকে ভোট দিলেও নিজের পরিবারের ৪ জন অন্য কাউকে ভোট দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *