নয়াদিল্লি: হাল হল গতবারেই মতো৷ মোদির সঙ্গে মোকাবিলায় গোটা দেশে ৪২১ আসনে লড়ে জয় হল মাত্র ৫২টি আসনে৷ তাই এবারও লোকসভার বিরোধী দলনেতার পদ পাওয়া হচ্ছে না কংগ্রেসের। সরকার ও লোকসভার সৌজন্যে বিরোধী বৃহত্তম দলের নেতার সম্মানই মিলবে কংগ্রেসের। গতবার যা হয়েছিল মল্লিকার্জুন খাড়গের ক্ষেত্রে৷ ২০১৪ সালে ৪৬৪ আসনে লড়ে কংগ্রেস পেয়েছিল মাত্র ৪৪টি আসনে। অথচ লোকসভার বিরোধী দলনেতার পদ পেতে হলে প্রয়োজন কমপক্ষে ৫৪ টি আসন। দলের এই অবস্থা দেখে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে আজও সভাপতির পদ থেকে পদত্যাগ করতে চাইলেন রাহুল গান্ধী৷
Delhi: UPA Chairperson Sonia Gandhi and Congress President Rahul Gandhi at the Congress Working Committee (CWC) meeting. pic.twitter.com/I7ZHqKpfZE
— ANI (@ANI) May 25, 2019
তবে, এদিন রাহুল গান্ধীর পদত্যাগ গ্রহণ করেনি কংগ্রেস ওয়ার্কিং কমিটি৷ প্রবল বিরোধিতা করেন মনমোহন সিং৷ দাদাকে বোঝান প্রিয়াঙ্কাও৷ কংগ্রেস সূত্রে খবর, দলের হারের দায় নিয়ে আজ বৈঠকেও পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেন রাহুল৷ দলের শীর্ষ নেতৃত্বের আপত্তিতে তা খারিজ হয়ে যায়৷ কারণ, এখনই তাঁকে সরানোর মতো কোনও বিকল্প গান্ধী পরিবারে তৈরি হয়নি৷ তবে সব মিলিয়ে কংগ্রেসের পারফরমেন্সে রাহুল গান্ধীর নেতৃত্ব নিয়েই প্রশ্ন উঠতে চলেছে৷