হিমাচলপ্রদেশ : ৮টি চামচ, ১টি ছুরি, ১টি ছিটকিনি, ২টি টুথব্রাশ ও ২টি স্ক্রু-ড্রাইভার। না এটা কোনও গৃহস্থালি সামগ্রীর লিস্ট নয়, এই সবগুলিই পাওয়া গেল এক ব্যাক্তির পেট থেকে! হ্যাঁ ঠিকই পড়ছেন, ওই ব্যক্তির পেট কেটে এগুলো বের করার পর তাজ্জব চিকিৎসকরাও। ঘটনা হিমাচলপ্রদেশের মান্ডি জেলার, জানা গিয়েছে কর্ণ সিং নামে ওই ব্যাক্তি মানসিকভাবে অসুস্থ। পেটে অসহ্য ব্যথা নিয়ে ওই ব্যাক্তি হাজির হন মান্ডির স্থানীয় হাসপাতালে। তাঁর দাবি পেটে ব্রণ হয়েছে।
চিকিৎসকরা পরীক্ষা করে দেখেন, পেটে ছুরি জাতীয় কিছু আটকে রয়েছে। তখনই তাঁকে স্থানান্তরিত করা হয় লালবাহাদুর শাস্ত্রী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে কর্ণ সিংয়ের পেটের এক্স-রে করেই চোখ কপালে ওঠে চিকিৎসকদের। সঙ্গে সঙ্গে অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেন তাঁরা। প্রায় চার ঘণ্টার কঠিন অপারেশনের পর একে একে বের করে নিয়ে আসা হয় ছুরি, চামচ, দরজার ছিটকিনি, স্ক্রু-ড্রাইভার, দাঁত মাজার ব্রাশ সহ আরও কিছু গৃহস্থালীর সামগ্রী। ৩ জন শল্য চিকিৎসকের প্রচেষ্টায় কর্ণবাবু এখন বিপদমুক্ত।