নয়াদিল্লি: এককভাবে ৩০৩ আসন পেয়েও সন্তুষ্ট নন নরেন্দ্র মোদি। তাই আজ তিনি বললেন, যাঁদের ভোট পাইনি এবার তাঁদের কাছেও যেতে হবে। এটাই হবে এবারের মন্ত্র। নতুন স্লোগান তুলে বললেন, সব কা সাথ, সব কা বিকাশ, সব কা বিশ্বাস। নবনির্বাচিত এমপিদের আচরণের পাঠ দিয়ে বললেন, যাঁরা আমাদের ভোট দিয়েছেন তাঁরাও আমাদের। যাঁরা দেননি তাঁরাও আমাদের। এনডিএর নবনির্বাচিত ৩৫৩ এমপির সংসদে প্রবেশের আগে যেন শিক্ষকের ভূমিকায় অবতীর্ণ হলেন মোদি।
মোদি বললেন, জীবের মধ্যেই শিব আছেন। আমাদের এত মানুষ কেন সমর্থন করলেন? কারণ আমাদের সেবা। সেই কারণেই জনতা পাশে দাঁড়িয়েছেন। সংসদের সেন্ট্রাল হলে রাখা ভারতীয় সংবিধান গ্রন্থের সামনে করজোড় নত হয়ে প্রণাম করে মোদি জানালেন, বিপুল জনাদেশ দায়িত্বও বাড়িয়ে দেয়। আর সেই দায়িত্ব পালন করাই আপনাদের কাজ। জিতে আসা এমপিদের মোদির পরামর্শ, অহঙ্কার ত্যাগ করুন। জিতে এসেছেন বলে ভাববেন না বিরাট উচ্চতায় পৌঁছে গেলেন। প্রথম প্রথম দেখবেন মনে হবে পার্টি জিতিয়েছে। কিন্তু কিছুদিন পর দেখবেন নিজেই ভাবতে শুরু করেছেন নিজের যোগ্যতায় জিতেছেন। মনে রাখবেন, আপনারা নিজের জন্য জেতেননি, মোদিও জেতাননি। আপনাদের জিতিয়েছে জনতা জনার্দন। এনডিএ জোট এদিনই সর্বসম্মতিক্রমে মোদিকে সংসদীয় দলনেতা ও প্রধানমন্ত্রী পদে মনোনীত করেছে। এরপরই মোদি ও এনডিএ নেতৃত্ব রাষ্ট্রপতি ভবনে গিয়ে ৩৫৩ জনের তালিকা দিয়ে রাষ্ট্রপতির কাছে সরকার গড়ার দাবি জানান।