নয়াদিল্লি: লোকসভায় দলের নিশ্চিহ্ন হয়ে যাওয়ার দায় মাথায় নিয়ে কি পদ থেকে ইস্তফা দিতে চাইবেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি? দলের দু’দিনব্যাপী পলিটব্যুরো বৈঠকের আগে এই জল্পনাই তীব্র হয়েছে বাম রাজনৈতিক মহলে।
লোকসভায় সারা দেশেই কেন এরকম শোচনীয় পরাজয় হল দলের, তার প্রাথমিক পর্যালোচনা করতে আগামীকাল, রবিবার থেকে দুদিনের পলিটব্যুরো বৈঠকে বসতে চলেছে সিপিএম। দলীয় সূত্রের খবর, কার্যত সারা দেশেই অস্তিত্বহীন হয়ে পড়ার দায় মাথায় নিয়ে আসন্ন পলিটব্যুরো বৈঠকেই ইস্তফা দেওয়ার ইচ্ছাপ্রকাশ করতে পারেন সীতারাম ইয়েচুরি। তবে যেখানে পশ্চিমবঙ্গ এবং কেরলের বিধানসভা নির্বাচনের আর মাত্রই দুবছর বাকি রয়েছে, কাজেই ইয়েচুরি ইস্তফা প্রকাশ করলেও তা কোনওমতেই গ্রাহ্য করবে না সিপিএমের পলিটব্যুরো এবং দলের সর্বোচ্চ নীতি নির্ধারক কেন্দ্রীয় কমিটি।