মমতার দেখানো পথে মোদির শপথ বয়কট করছেন রাহুল-সোনিয়া?

নয়াদিল্লি: সাংবিধানিক অনুষ্ঠানের সঙ্গে রাজনীতির রঙ লাগানোর অভিযোগ তুলে মোদির শপথে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী৷ কিন্তু, মমতা না গেলেও রাজনীতির সৌজন্য দেখে বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবনে মোদির শপথে অংশ নিতে চলেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ও তাঁর মা সোনিয়া গান্ধী৷ রাষ্ট্রপতি ভবনে রাজনীতিবিদ, বিশ্বনেতা ও সেলেব্রিটিদের উপস্থিতিতে শপথগ্রহণ অনুষ্ঠান জমজমাট হতে চলেছে৷ এবারের নির্বাচনের প্রচারে মোদি ও

8c43bb869407252fc17ff6ce8863f3ed

মমতার দেখানো পথে মোদির শপথ বয়কট করছেন রাহুল-সোনিয়া?

নয়াদিল্লি: সাংবিধানিক অনুষ্ঠানের সঙ্গে রাজনীতির রঙ লাগানোর অভিযোগ তুলে মোদির শপথে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী৷ কিন্তু, মমতা না গেলেও রাজনীতির সৌজন্য দেখে বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবনে মোদির শপথে অংশ নিতে চলেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ও তাঁর মা সোনিয়া গান্ধী৷

রাষ্ট্রপতি ভবনে রাজনীতিবিদ, বিশ্বনেতা ও সেলেব্রিটিদের উপস্থিতিতে শপথগ্রহণ অনুষ্ঠান জমজমাট হতে চলেছে৷ এবারের নির্বাচনের প্রচারে মোদি ও বিজেপির অন্যান্য নেতারা গান্ধী পরিবারকে আক্রমণ করেছেন বারবার৷  এমনকী প্রিয়ঙ্কা গান্ধীকেও কটাক্ষ করা হয়েছে৷ তার জবাবও দিয়েছেন রাহুল-প্রিয়ঙ্কা৷ নির্বাচনী প্রচারে বারংবার উঠে এসেছে প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর প্রসঙ্গ৷ বাবাকে তুলে রাহুল গান্ধীকে কম কটাক্ষ করনি বিজেপি৷ তার পরও শোনা যাচ্ছে, মোদির শপথে রাজনৈতিক সৌজন্য দেখাতে রাষ্ট্রপতি ভবনের অনুষ্ঠানে সামিল হবেন রাহুল ও সোনিয়া৷

সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ বিপুল জয়লাভ করেছে৷ ৫৪৫টি আসনের মধ্যে ৩৫২টি আসন পেয়ে সরকার গড়তে চলেছে মোদির এনডিএ৷ দ্বিতীয় বারের জন্য প্রধামন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন মোদি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *