ভাঙাচোরা কুঁড়ে ঘর ও প্রিয় সাইকেল ফেলে দিল্লি যাচ্ছে সাংসদ মোদি

ওডিশা: কেন্দ্র নীলগিরি৷ এই কেন্দ্র থেকে তিনি ২ বারের বিধায়ক৷ এবার বালেশ্বর থেকে লোকসভার সাংসদ নির্বাচিত হয়েছেন৷ লোকমুখে তিনি নরেন্দ্র মোদি বলেই পরিচিত৷ তিনি বিজেপি সাংসদ প্রতাপচন্দ্র সারেঙ্গী, এখন ওডিশার খবরের শিরোনামে৷ দু’বারের বিধায়ক থেকেও তিনি থাকেন দরমার বেড়ার ভাঙাচোরা কুঁড়ে ঘরে৷ সম্বল বলতে একটি মাত্র সাইকেল৷ সেই তিনিই এবার হারিয়েছেন কোটিপতি প্রার্থীকে৷ বালেশ্বরে বিজেপি

ভাঙাচোরা কুঁড়ে ঘর ও প্রিয় সাইকেল ফেলে দিল্লি যাচ্ছে সাংসদ মোদি

ওডিশা: কেন্দ্র নীলগিরি৷ এই কেন্দ্র থেকে তিনি ২ বারের বিধায়ক৷ এবার বালেশ্বর থেকে লোকসভার সাংসদ নির্বাচিত হয়েছেন৷ লোকমুখে তিনি নরেন্দ্র মোদি বলেই পরিচিত৷ তিনি বিজেপি সাংসদ প্রতাপচন্দ্র সারেঙ্গী, এখন ওডিশার খবরের শিরোনামে৷

দু’বারের বিধায়ক থেকেও তিনি থাকেন দরমার বেড়ার ভাঙাচোরা কুঁড়ে ঘরে৷ সম্বল বলতে একটি মাত্র সাইকেল৷ সেই তিনিই এবার হারিয়েছেন কোটিপতি প্রার্থীকে৷ বালেশ্বরে বিজেপি প্রার্থী প্রতাপচন্দ্র সারেঙ্গীর বিরুদ্ধে ভোটে লড়েছেন বিজেডির রবীন্দ্রকুমার জেনা ও ওডিশা প্রদেশ কংগ্রেস সভাপতির ছেলে নবজ্যোতি পট্টনায়েক৷ হেলায় হারিয়েছেন তিনি৷ এবার নিজের প্রিয় ঝোলা গুছিয়ে দিল্লির পথে পা বাড়িয়েছেন তিনি৷ তাঁর অতি সাধারণ জীবনযাপনের ছবি ও কাহিনী সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে৷

সেই ১০ বছর বয়স থেকেই আরএসএস করতেন৷ রাজনীতি করতে গিয়ে পড়ায় বিয়ে করেননি৷ গতবছর মায়ের মৃত্যু হয়৷ সমাজসেবাই তাঁর একমাত্র ধ্যানজ্ঞান৷ খুলেছেন দু’টি স্কুল৷ সামাজিক বৈষম্য, দুর্নীতি ও মাদকের প্রতিবাদে আন্দোলন গড়ে তুলেছেন তিনি৷ সহজসরল জীবনযাত্রার খবর পাওয়ার পর থেকেই প্রধানমন্ত্রী দেখা করে গিয়েছেন ‘ওডিশার মোদি’ প্রতাপচন্দ্র সারেঙ্গীর সঙ্গে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × five =