মন্ত্রী হচ্ছেন অমিত শাহ, দলের হাল ধরবে কে?

নয়াদিল্লি: অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে আজ, সন্ধ্যায় মোদির মন্ত্রিসভায় শপথ গ্রহণ করতে চলেছে অমিত শাহ৷ কিছুক্ষণ আগে গুজরাত বিজেপির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, মন্ত্রী হচ্ছেন অমিত শাহ৷ তবে কোন মন্ত্রক পাবেন তিনি? সেনিয়ে জল্পনা চলছেই৷ এখন সব থেকে বড় জল্পনা ছিল অমিত শাহকে নিয়ে৷ তিনি মন্ত্রী হবেন, নাকি দলের দায়িত্বেই থাকবেন তা নিয়েই

মন্ত্রী হচ্ছেন অমিত শাহ, দলের হাল ধরবে কে?

নয়াদিল্লি: অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে আজ, সন্ধ্যায় মোদির মন্ত্রিসভায় শপথ গ্রহণ করতে চলেছে অমিত শাহ৷ কিছুক্ষণ আগে গুজরাত বিজেপির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, মন্ত্রী হচ্ছেন অমিত শাহ৷ তবে কোন মন্ত্রক পাবেন তিনি? সেনিয়ে জল্পনা চলছেই৷

এখন সব থেকে বড় জল্পনা ছিল অমিত শাহকে নিয়ে৷ তিনি মন্ত্রী হবেন, নাকি দলের দায়িত্বেই থাকবেন তা নিয়েই শুরু হয় বিভ্রান্তি৷ স্বরাষ্ট্র, অর্থ, প্রতিরক্ষা, বিদেশমন্ত্রকের কোনও একটি বেছে নিতে পারেন তিনি৷ বিজেপির মধ্যে সবথেকে বেশি আলোচনার কেন্দ্রে আসছে স্বরাষ্ট্রমন্ত্রক৷ কারণ জল্পনা তুঙ্গে অমিত শাহ হবেন স্বরাষ্ট্রমন্ত্রী৷ সূত্রের খবর, অমিত শাহ অর্থমন্ত্রীরও পদ নিতে পারেন৷

তবে, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা৷ কিন্তু, দপ্তর নিয়ে উৎসাহ থাকলে অমিতের অবর্তমানে কে ধরবে দলের হাল? কে হবেন বিজেপির পরবর্তী সভাপতি? কারণ, বিজেপি এক পদ এক ব্যক্তির উপর বিশ্বাস করে৷ তবে, অমিতের জন্য দু’টি পদই ছেড়ে দেওয়া হয় কি না, সেটাই এখন দেখার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 4 =