মন্ত্রিত্ব না পেয়ে মোদির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা নীতীশের

পাটনা: মন্ত্রিসভায় স্থান না পেয়ে পেয়ে এনডিএ জোটের প্রধান বিজেপিকে বিঁধলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার৷ নিজে হাজির হলেও বৃহস্পতিবার নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় যোগ দেয়নি নীতীশ কুমারের দল৷ বিহারে ১৬ আসনে জেতা সত্ত্বেও তাঁদের দলে কাউকে মন্ত্রিত্ব না দেওয়ায় শপথ অনুষ্ঠান থেকে নিজের রাজ্য ফিরে মুখ খোলেন নীতীশ৷ মোদির নাম না করেও ক্ষুব্ধ নীতীশ জানান, বিহারে কারও

5bd54ab851bf5411edc53ef28ed25bfa

মন্ত্রিত্ব না পেয়ে মোদির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা নীতীশের

পাটনা: মন্ত্রিসভায় স্থান না পেয়ে পেয়ে এনডিএ জোটের প্রধান বিজেপিকে বিঁধলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার৷ নিজে হাজির হলেও বৃহস্পতিবার নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় যোগ দেয়নি নীতীশ কুমারের দল৷ বিহারে ১৬ আসনে জেতা সত্ত্বেও তাঁদের দলে কাউকে মন্ত্রিত্ব না দেওয়ায় শপথ অনুষ্ঠান থেকে নিজের রাজ্য ফিরে মুখ খোলেন নীতীশ৷

মোদির নাম না করেও ক্ষুব্ধ নীতীশ জানান, বিহারে কারও নামে ভোট হয়নি৷ কারও একার জন্য জেতেনি এনডিএ৷ মোদির নাম মুখে না এনে সমালোচনা করে নীতীশ বলেন, ‘‘বিহারে বিজেপি নয়, এনডিএ জয়ী হয়েছে৷ এই বাস্তটা বুঝতে যেন কেউ ভুল না করেন৷ এই জয় বিহারের মানুষের৷ কেউ কেউ যদি দাবি করে, তাঁর জন্যই জয় হয়েছে, তাহলে ভুল করবেন৷

জানা গিয়েছে, অমিত শাহর কাছে নীতীশ কুমার মাত্র দু’টি মন্ত্রিত্ব চেয়েছিলেন৷ কিন্তু, অমিত শাহ সাফ জানিয়ে দেন, তা হবে না৷ শরিক হিসাবে তিনি একটি মন্ত্রীপদ পেতে পারেন৷ এটা জনতা দল মানতে পারেনি৷ নীতীশের সাফ মন্তব্য, বিহারের স্বার্থেই জোট হয়েছিল৷ তাই মানুষের কথা ভেবেই মন্ত্রিত্ব ছাড়া হল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *