বাংলায় সংখ্যালঘু ভোটে থাবা বসাতে নয়া নির্দেশ অমিত শাহের

নয়াদিল্লি: ২০২১-র টার্গেট পূরণ করতে এবার সংখ্যালঘু ভোটের উপর নজর ঘোরাতে চলছে বঙ্গ বিজেপি শিবির৷ সংখ্যালঘুদের মনজয়ে নানান কর্মসূচি নিয়ে ঝাঁপানোর নির্দেশ কেন্দ্রীয় নেতৃত্বের৷ বঙ্গের বিজেপি নেতাদের ডেকে সংখ্যালঘু ভোট বাড়াতে স্পষ্ট নির্দেশ দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের বিজেপির ছাতার তলায় আনাতে চূড়ান্ত সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে বলে খবর৷ সম্প্রতি তৃণমূল

বাংলায় সংখ্যালঘু ভোটে থাবা বসাতে নয়া নির্দেশ অমিত শাহের

নয়াদিল্লি: ২০২১-র টার্গেট পূরণ করতে এবার সংখ্যালঘু ভোটের উপর নজর ঘোরাতে চলছে বঙ্গ বিজেপি শিবির৷  সংখ্যালঘুদের মনজয়ে নানান কর্মসূচি নিয়ে ঝাঁপানোর নির্দেশ কেন্দ্রীয় নেতৃত্বের৷ বঙ্গের বিজেপি নেতাদের ডেকে সংখ্যালঘু  ভোট বাড়াতে স্পষ্ট নির্দেশ দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷

সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের বিজেপির ছাতার তলায় আনাতে চূড়ান্ত সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে বলে খবর৷ সম্প্রতি তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু বিধায়ক মনিরুল ইসলাম ও তৃণমূল জেলা সাধারণ সম্পাদক মহম্মদ আসিফ ইকবালকে দলে টেনেছে বিজেপি৷ এবার, সেই ধারা বজায় রাখারও নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর৷ বঙ্গ বিজেপির তরফে অমিত শাহকে আস্বস্ত করে জানানো হয়েছে, তৃণমূল থেকে আরও বেশি কিছু সংখ্যালঘু নেতা বিজেপিতে যোগ পারেন মাসখানিকের মধ্যেই৷

সূত্রের খবর, জঙ্গিপুর থেকে মুর্শিদাবাদ, কোচবিহার থেকে মালদহ উত্তর ও হুগলিতে বেশ কয়েকটি লোকসভা কেন্দ্রে বিজেপি সংখ্যালঘু ভোট পেলেও সামগ্রিকভাবে ভোটের হার ভাল নয়৷ রাজ্যের ২৩টি সংখ্যালঘু প্রভাবিত লোকসভায় বিজেপির ভোট প্রাপ্তির হার পাঁচ শতাংশের কম৷ মূলত, ২০২১-এর লক্ষ্য পূরণ করতে হলে এই কেন্দ্রগুলিতে ভোটের হার বৃদ্ধির প্রয়োজন৷ আর সেই লক্ষ্যে নজর বদলের নির্দেশ অমিত শাহের৷ শুক্রবার নিজের বাড়িতে বঙ্গ নেতৃত্বকে ডেকে নৈশভোজের টেবিলে এই নির্দেশ দেন অমিত শাহ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − 5 =