সংঘাত ভুলে পাক আকাশে উড়ান নিষেধাজ্ঞা ফেরাল কেন্দ্র

নয়াদিল্লি : বালাকোট হামলার পর থেকেই ইউরোপ থেকে ভারতের বিভিন্ন শহরে বিমান ওঠানামায় পাকিস্তানের আকাশ ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল কেন্দ্র৷ নিষেধাজ্ঞা জারি হওয়ায় ঘুরপথে ভারতের আকাশে ডুকতে হচ্ছিল বিমান সংস্থাগুলিকে৷ আর তাতেই বাড়ছিল জ্বালানি খরচ৷ খরচ বৃদ্ধি হতেই বিমান সংস্থাগুলির তরফেও চাপ বাড়ছিল৷ লাগাতার চাপ তৈরি হওয়ায় পাক আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা আংশিক তোলার সিদ্ধান্ত

222b981170da56d9cc9b88a830ce018b

সংঘাত ভুলে পাক আকাশে উড়ান নিষেধাজ্ঞা ফেরাল কেন্দ্র

নয়াদিল্লি : বালাকোট হামলার পর থেকেই ইউরোপ থেকে ভারতের বিভিন্ন শহরে বিমান ওঠানামায়  পাকিস্তানের আকাশ ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল কেন্দ্র৷ নিষেধাজ্ঞা জারি হওয়ায় ঘুরপথে ভারতের আকাশে ডুকতে হচ্ছিল বিমান সংস্থাগুলিকে৷ আর তাতেই বাড়ছিল জ্বালানি খরচ৷ খরচ বৃদ্ধি হতেই বিমান সংস্থাগুলির তরফেও চাপ বাড়ছিল৷ লাগাতার চাপ তৈরি হওয়ায় পাক আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা আংশিক তোলার সিদ্ধান্ত কেন্দ্রের৷

তিন মাসেরও বেশি সময় পর আবুধাবি থেকে পাকিস্তানের আকাশ পথ ব্যবহার করে প্রথম বিমানটি নামে দিল্লিতে৷ এতিহাদ সংস্থার ইওয়াই-২২৪ এয়ারবাস এ৩২১ বিমানটি আবুধাবি থেকে রওয়ানা হয়ে  পাকিস্তানের আকাশ ব্যবহার করে গুজরাত সীমানা দিয়ে ভারতের আকাশে ঢোকে৷ এরফলে প্রায় ৪০ মিনিট সময় বেঁচে যায় যাত্রীদের৷

গত সপ্তাহেই ভারত-পাক আকাশ পথের গুচ্ছ শর্তের ভিত্তিতে ১১টি প্রবেশ ও প্রস্থান পথই খুলে দেওয়ার ঘোষণা করে ভারত৷ এরপর পাকিস্তানে আকাশসীমা ব্যবহার করে গুজরাতে ঢোকার পথটি চালু করা হয়৷ যদিও দেশ বাকি ১০টি আকাশপথ নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *