তিন তালাক নিষিদ্ধ করতে নয়া পদক্ষেপ কেন্দ্রের

নয়াদিল্লি: তিন তালাক প্রথা নিষিদ্ধ করতে সংসদে ফের বিল আনছে কেন্দ্র৷ আইন মন্ত্রকের দায়িত্ব নেওয়ার পর একথা জানালেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ৷ আইনমন্ত্রী জানিয়েছেন, বিচার বিভাগে নিয়োগের ক্ষেত্রে তিনি বা তাঁর মন্ত্রক পোস্ট অফিস হিসেবে কাজ করবে না৷ সুপ্রিম কোর্ট ও হাইকোর্টগুলির সঙ্গে আলোচনার ভিত্তিতে কাজ করবে৷ গত লোকসভা ভেঙে যাওয়ায়র আগের তিন তালাক বিলটির

তিন তালাক নিষিদ্ধ করতে নয়া পদক্ষেপ কেন্দ্রের

নয়াদিল্লি: তিন তালাক প্রথা নিষিদ্ধ করতে সংসদে ফের বিল আনছে কেন্দ্র৷ আইন মন্ত্রকের দায়িত্ব নেওয়ার পর একথা জানালেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ৷  আইনমন্ত্রী জানিয়েছেন, বিচার বিভাগে নিয়োগের ক্ষেত্রে তিনি বা তাঁর মন্ত্রক পোস্ট অফিস হিসেবে কাজ করবে না৷ সুপ্রিম কোর্ট ও হাইকোর্টগুলির সঙ্গে আলোচনার ভিত্তিতে কাজ করবে৷

গত লোকসভা ভেঙে যাওয়ায়র আগের তিন তালাক বিলটির মেয়াদ শেষ হয়৷ কারণ রাজ্যসভায় ঝুলে থাকায় বিলটি সংসদে এখনও পাশ হয়নি৷ রাজ্যসভায় পেশ হওয়ার পর সেখানে ঝুলে রয়েছে এই বিল৷ নিময় বলছে, লোকসভায় পাশ হওয়ার কোনও বিল যদি রাজ্যসভায় ঝুলে থাকে, তাহলে লোকসভা ভেঙে যাওয়ার পর সেই বিলের মেয়াদও শেষ হয়ে যায়৷ বিলের কিছু ধারা নিয়ে বিরোধিরা আপত্তি তোলায় রাজ্যসভায় তিন তালাক বিলটি পাশ হয়নি৷ রাজ্যসভায় বিরোধীরা সংখ্যাগরিষ্ঠ৷

আইন মন্ত্রকের দায়িত্বভার গ্রহণের পর রবিশঙ্কর প্রসাদ তিন তালাক বিলটি নিয়ে জানান, তাঁর মন্ত্রক নিশ্চিতভাবেই এই বিল পাশ করাবে৷ তিন তালাক ইস্যুটি বিজেপির ইস্তাহারের অংশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + three =