গান্ধীজির মূর্তি ভাঙার নির্দেশ দেওয়া IPS অফিসারকে কড়া শাস্তি

নয়াদিল্লি: মহাত্মা গান্ধীর মূর্তি ভেঙে প্রকৃত শ্রদ্ধাজ্ঞাপন জানানোর নির্দেষ দেওয়া আইপিএস অফিসার নিধি চৌধুরীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল সরকার৷ সম্প্রতি, মহাত্মা গান্ধীকে নিয়ে একটি ব্যঙ্গ মন্তব্য করেন তিনি৷ ওই মন্তব্য করার পর সোশ্যাল মিডিয়াজুড়ে তীব্র সমালোচনা শুরু হয়৷ দেশজুড়েও তীব্র ক্ষোভের মুখে পড়েন এই আইপিএস৷ পরে, সমালোচনা তীব্রতা বাড়তে দেখে অবশেষে বদলি করে দেওয়া হয়

209f83d18b524a92da1d9165ed76cf8d

গান্ধীজির মূর্তি ভাঙার নির্দেশ দেওয়া IPS অফিসারকে কড়া শাস্তি

নয়াদিল্লি: মহাত্মা গান্ধীর মূর্তি ভেঙে প্রকৃত শ্রদ্ধাজ্ঞাপন জানানোর নির্দেষ দেওয়া আইপিএস অফিসার নিধি চৌধুরীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল সরকার৷ সম্প্রতি, মহাত্মা গান্ধীকে নিয়ে একটি ব্যঙ্গ মন্তব্য করেন তিনি৷ ওই মন্তব্য করার পর সোশ্যাল মিডিয়াজুড়ে তীব্র সমালোচনা শুরু হয়৷ দেশজুড়েও তীব্র ক্ষোভের মুখে পড়েন এই আইপিএস৷

পরে, সমালোচনা তীব্রতা বাড়তে দেখে অবশেষে বদলি করে দেওয়া হয় মহারাষ্ট্রের আইপিএস অফিসার নিধি চৌধুরীকে৷ মুম্বই পুরসভা থেকে মন্ত্রালয়ের জল সরবরাহ দপ্তরে বদলি করা হয়েছে তাঁকে৷ জাতির জনক সম্পর্কে ব্যঙ্গাত্মক মন্তব্যের জন্য কারণ দর্শানোর নোটিসও নিধির কছে পাঠানো হয়েছে৷

গত ১৭ মে মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মজয়ন্তী পালনের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন তোলেন এই আইপিএস৷ করেন ট্যুইট৷ লেখেন, ‘‘ওঁর মুখ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মুছে দেওয়া হোক৷ তাঁর মূর্তি ও শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তা থেকে সরিয়ে ফেলার সময় চলেছে৷ আর, এই কাজ করতে পারলে গান্ধীজিকে প্রকৃত শ্রদ্ধাজ্ঞাপন করা যাবে৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *