মস্তিস্কের মৃত্যুর পরও ফিরল জীবন, কীভাবে জানেন?

মুম্বই: সাক্ষাৎ মৃত্যুর পর এভাবেও জীবনে ফিরে আসা যায়৷ মস্তিস্কের মৃত্যুর পরও ফিরল জীবন৷ জানা গিয়েছে, মাথায় তীব্র যন্ত্রণা অনুভব করেও পাত্তা দেননি মুম্বইয়ের নিউরো টেকনিশিয়ান৷ মাসখানিক আগে হঠাৎ সজ্ঞা হানা ওই ব্যক্তি৷ তাঁকে মুম্বইয়ের গ্লোবাল হাসপাতালে ভর্তি করা হয়৷ চিকিৎসকরা তাঁর ব্রেন ডেড হওয়ার ঘোষণা করেন৷ পরীক্ষায় দেখা যায়, ওই ব্যক্তি বিরল মস্তিস্ক টিউমার

b45c1f5b3ca56f294b157852b48a53b8

মস্তিস্কের মৃত্যুর পরও ফিরল জীবন, কীভাবে জানেন?

মুম্বই: সাক্ষাৎ মৃত্যুর পর এভাবেও জীবনে ফিরে আসা যায়৷ মস্তিস্কের মৃত্যুর পরও ফিরল জীবন৷ জানা গিয়েছে, মাথায় তীব্র যন্ত্রণা অনুভব করেও পাত্তা দেননি মুম্বইয়ের নিউরো টেকনিশিয়ান৷ মাসখানিক আগে হঠাৎ সজ্ঞা হানা ওই ব্যক্তি৷ তাঁকে মুম্বইয়ের গ্লোবাল হাসপাতালে ভর্তি করা হয়৷ চিকিৎসকরা তাঁর ব্রেন ডেড হওয়ার ঘোষণা করেন৷ পরীক্ষায় দেখা যায়, ওই ব্যক্তি বিরল মস্তিস্ক টিউমার রোগে ভুগছেন৷ মস্তিস্কে অতিরিক্ত সেরিব্রোজেনাল ফ্লুইড হওয়ার কারণেই এই বিপত্তি বাধে৷ এমআরআই স্ক্যানে ধরা পরে মস্তিস্কের মাঝখানে একটি সিস্ট হয়েছে তাঁর৷

ড: নীতিন ডাঙ্গি জানান, ওই সিস্টের জন্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কাজ করছে না৷ তাঁর অনুভূতি প্রকাশ করার ক্ষমতাও আর নেই৷ যে কারণে রোগী কোমায় চলে যায়৷ এর পরও চিকিৎসকরা শেষ চেষ্টা করেন৷ অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়৷ পরপর বেশ কয়েকটি জটিল সফল অস্ত্রোপচারের পর ওই ব্যক্তি সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন৷  মস্তিস্কের মৃত্যুর পরও জীবন ফিরে পান ওই ব্যক্তি৷ তাই চিকিৎসকরা একটাই পরামর্শ, একটানা মাথা যন্ত্রণা হলে অবহেলা না করে ডাক্তার দেখান৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *