মোদি-শাহকে ৪৮ পাতার রিপোর্ট রাজ্যপালের, জল গড়াবে কতদূর?

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অমিকর সঙ্গে বৈঠক করলেন বাংলার রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী৷ প্রধানমন্ত্রীর সঙ্গে এদিন ৪০ মিনিট বৈঠক করেন রাজ্যপাল৷ পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে ২০ মিনিট বৈঠক করেন৷ সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, বৈঠক শেষে রাজ্যপাল বলেন, ‘‘সৌজন্য সাক্ষাৎ ছিল৷ রাজ্যের সামগ্রিত পরিস্থিতি জানিয়েছি৷’’ সূত্রের খবর, সোমবার সকালে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি দিল্লিতে প্রধানমন্ত্রী

মোদি-শাহকে ৪৮ পাতার রিপোর্ট রাজ্যপালের, জল গড়াবে কতদূর?

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অমিকর সঙ্গে বৈঠক করলেন বাংলার রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী৷ প্রধানমন্ত্রীর সঙ্গে এদিন ৪০ মিনিট বৈঠক করেন রাজ্যপাল৷ পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে ২০ মিনিট বৈঠক করেন৷ সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, বৈঠক শেষে রাজ্যপাল বলেন, ‘‘সৌজন্য সাক্ষাৎ ছিল৷ রাজ্যের সামগ্রিত পরিস্থিতি জানিয়েছি৷’’

সূত্রের খবর, সোমবার সকালে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ৪৮ পাতার একটি রিপোর্ট দেন৷ তবে সেখানে সন্দেশখালি নিয়ে কোনও তথ্য আছে কিনা সেটা জানা যায়নি৷

প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠকে যোগ দেওয়ার আগে রাজ্যপাল রাজধানীতে বলেন, ‘‘প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক রয়েছে৷ বৈঠকে প্রধানমন্ত্রী যদি সন্দেশখালির ঘটনা জানতে চান, তাহলে যা জানি সবটাই বলব৷’’ রাজ্যপালের এই ইঙ্গিতপূর্ণ মন্তব্য ঘিরে ফের তুঙ্গে বঙ্গ রাজনীতি৷ জানা গিয়েছে, আজ দুপুরে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন রাজ্যপাল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + 13 =