বাংলায় ২ টাকা কেজি চালের ভর্তুকি তুলছে কেন্দ্র!

নয়াদিল্লি: কেন্দ্রের নির্দেশ পাল না করলে দুই টাকার কেজি দরে চালের জন্য মোদি সরকারের রাজ্যকে আর কোনও টাকা দেবে না৷ কেন্দ্রীয় খাদ্য দপ্তরের তরফে রাজ্যকে এমনই নির্দেশ দেওয়া হয়েছে বলে খবরে প্রকাশ৷ সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমে জানানো হয়েছে, আগামী ৩০ জুনের মধ্যে রাজ্যের সমস্ত রেশন দোকানে পস মেশিন বসানোর কাজ শেষ করতে হবে৷ তা না হলে

বাংলায় ২ টাকা কেজি চালের ভর্তুকি তুলছে কেন্দ্র!

নয়াদিল্লি: কেন্দ্রের নির্দেশ পাল না করলে দুই টাকার কেজি দরে চালের জন্য মোদি সরকারের রাজ্যকে আর কোনও টাকা দেবে না৷ কেন্দ্রীয় খাদ্য দপ্তরের তরফে রাজ্যকে এমনই নির্দেশ দেওয়া হয়েছে বলে খবরে প্রকাশ৷ সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমে জানানো হয়েছে, আগামী ৩০ জুনের মধ্যে রাজ্যের সমস্ত রেশন দোকানে পস মেশিন বসানোর কাজ শেষ করতে হবে৷ তা না হলে দুই টাকার কেজি দরে চালের ভর্তুকি টাকা রাজ্যকে দেবে না কেন্দ্র৷

মোদি সরকারের এহেন বার্তা পেয়ে চিন্তায় ঘুম ছুটে গিয়েছে রাজ্য খাদ্য দপ্তরের কর্তাদের৷ খাদ্য দপ্তরের হিসাব বলছে, রাজ্যে মোট ২০হাজার ২২৮টি রেশন দোকান রয়েছে বর্তমানে৷ তার মধ্যে মাত্র ২৬৬টি রেশন দোকানে পস মেশিন বসানো হয়েছে৷ অনেক জায়গায় মেশিন পৌঁছে গেলেও চালু করা যায়নি৷ এ অবস্থায় জুনের মধ্যে সব জায়গায় পস মেশিন বসানো প্রায় অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে৷

আর এই কাজ শেষ না হলে কেন্দ্র যদি সত্যিই দুই টাকার চালের ভর্তুকি দেওয়া বন্ধ করে দেয়, তা হলে বড়সড় বিপাকে পড়বে রাজ্য৷ বর্তমানে রাজ্যের প্রায় ৬ কোটি ১ লক্ষ ৭৬ হাজার মানুষ জাতীয় খাদ্য সুরক্ষা যোজনায় মাত্র ২টাকা কেজি দরে চাল পেয়ে থাকেন৷ কেজি প্রতি চালের দাম পড়ে ২৩ টাকা ৮৪ পয়সা৷ তিন টাকা বাদে বাকিটা ভর্তুকি৷ কেজি প্রতি গড়ে ২১ টাকা ভর্তুকি দেয় কেন্দ্র৷ প্রায় দেড় টাকার মতো ভর্তুকি দেয় রাজ্য৷ কেন্দ্র টাকা না দিলে পুরো খরচ বহণ করতে হবে রাজ্যকে৷ আর তাতেই বাড়ছে চিন্তা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 2 =