সর্বকালীন রেকর্ড গড়ল তাপমাত্রা, জারি লাল সতর্কতা

নয়াদিল্লি: তীব্র দাবদাহ অব্যাহত গোটা উত্তর ভারতে৷ তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বেড়েছে তাপপ্রবাহ৷ ক্রমেই অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে রাজধানীতে৷ চলতি সপ্তাহের শুরুতেই সর্বকালীন রেকর্ড গড়েছে দিল্লির তাপমাত্রা৷ হাওয়া অফিস জানিয়েছে, রাজধানী তাপমাত্রা ৪৮ ডিগ্রি পেরিয়ে গিয়েছে৷ বইছে লু৷ জারি করা হয়েছে লাল সতর্কতা৷ পরিসংখ্যান বলছে, ২০১৪ সালের ৯ জুন দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৭.৮ ডিগ্রি৷

সর্বকালীন রেকর্ড গড়ল তাপমাত্রা, জারি লাল সতর্কতা

নয়াদিল্লি: তীব্র দাবদাহ অব্যাহত গোটা উত্তর ভারতে৷ তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বেড়েছে তাপপ্রবাহ৷ ক্রমেই অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে রাজধানীতে৷ চলতি সপ্তাহের শুরুতেই সর্বকালীন রেকর্ড গড়েছে দিল্লির তাপমাত্রা৷ হাওয়া অফিস জানিয়েছে, রাজধানী তাপমাত্রা ৪৮ ডিগ্রি পেরিয়ে গিয়েছে৷ বইছে লু৷ জারি করা হয়েছে লাল সতর্কতা৷

পরিসংখ্যান বলছে, ২০১৪ সালের ৯ জুন দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৭.৮ ডিগ্রি৷ কিন্তু, চলতি বছরে তাপমাত্রা সেই রেকর্ড ভেঙে দিয়েছে৷ সোমবার পাঁচ বছর আগে দিল্লির সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড সোমবার ভেঙে গিয়েছে৷  পশ্চিমের গরম হাওয়া প্রবেশ করায় দিল্লির তাপমাত্রা একলাফে ৪৮ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে৷ তবে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে আজ মঙ্গলবার থেকে তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − four =