অবশেষে সন্ধান মিলল বায়ুসেনার নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ

নয়াদিল্লি: আট দিনের মাথায় অবশেষে সন্ধান মিলল নিখোঁজ বায়ুসেনার বিমানের৷ দীর্ঘ সার্চ অপারেশ চালানোর পর অরুণাচলের পায়ুং সার্কেলে খোঁজ মিলল বায়ুসেনার নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ৷ ১২ হাজার ফুটের উচ্চতায় বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে৷ গত ৩ জুন ভারতীয় বায়ুসেনার এএন-৩২ বিমানটি অসমের জোরহাটে ১৩ জন যাত্রীকে নিয়ে যাত্রা শুরু করে৷ উড়ানের মাঝপথেই নিখোঁজ হয়ে যায় বিমানটি৷ ইসরোর

অবশেষে সন্ধান মিলল বায়ুসেনার নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ

নয়াদিল্লি: আট দিনের মাথায় অবশেষে সন্ধান মিলল নিখোঁজ বায়ুসেনার বিমানের৷ দীর্ঘ সার্চ অপারেশ চালানোর পর অরুণাচলের পায়ুং সার্কেলে খোঁজ মিলল বায়ুসেনার নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ৷ ১২ হাজার ফুটের উচ্চতায় বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে৷

গত ৩ জুন ভারতীয় বায়ুসেনার এএন-৩২ বিমানটি অসমের জোরহাটে ১৩ জন যাত্রীকে নিয়ে যাত্রা শুরু করে৷ উড়ানের মাঝপথেই নিখোঁজ হয়ে যায় বিমানটি৷ ইসরোর সাহায্য নিয়ে চলে সন্ধান৷ কিন্তু, এক সপ্তাহ পর বিমানটির হদিশ মেলেনি৷ পরে আজ, অরুণাচলের পায়ুং সার্কেলে রাশিয়া নির্মিত এই বিমানটি খোঁজ পাওয়া যায়৷ ঘন জঙ্গলে ঢাকা পাহাড়ে তল্লাশিতে সমস্যা দেখা দেয়৷ যেখানে বিমানটি পাওয়া গিয়েছে, সেটি এএন-৩২ বিমানটির গতিপথের মধ্যেই রয়েছে৷ অনুমান, ওই বিমানের সব যাত্রীর মৃত্যু হয়েছে৷ চলছে তল্লাশি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 10 =