বিহার: দেশজুড়ে যখন চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে জোরদার আন্দোলন শুরু হয়েছে, ঠিক তখনই মারণ ব্যাধিতে মৃত্যু হল আরও ছ’শিশুর৷ এই নিয়ে মোট শিশুমৃত্যুর সংখ্যা ৮৩ ছাড়িয়ে গিয়েছে৷ এনসেফেলাইটিসে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর ঘটনা মহামারীর আকার নিয়েছে বিহারেরর মুজফফরপুরে৷
নীতীশ কুমারের রাজ্যের স্বাস্থ্য আধিকারিকরা জানাচ্ছেন, এই মৃত্যু হাইপোগ্লিসেমিয়ায় হয়েছে৷ ব্লাড সুগার অত্যন্ত নেমে যাওয়া ও ইলেকট্রোলাইটের ভারসাম্যের অভাবে এই রোগ ছড়িয়ে পড়েছে৷ বিহারের স্বাস্থ্য দপ্তর বলছে, রাজ্যের ১২টি জেলার ২২২টি ব্লকে এই রোগ ছড়িয়েছে পড়েছে৷ বিশেষ করে মুজফফরপুর থেকে শুরু করে বৈশালী ও শিওহর থেকে পূর্ব চম্পারণে ছড়িয়ে এই রোগ৷