রাঁচি : বিদ্যাসাগরের পর এবার বাদ গেলেন না বীরসা মুন্ডা৷ আদিবাসী সমাজেক প্রতীক বীরসা মুন্ডার মূর্তি ভাঙা ঘিরে উত্তাল রাঁচি৷ প্রতিবাদে আদিবাসী সংগঠনগুলির ডাকে শনিবার সফল হয়েছে রাঁচি বনধ৷ বনধ সমর্থন করে বিরোধীরাও৷ ফলে, প্রভাব পড়ে সর্বত্র৷ ঘটনার গুরুত্ব বুঝে তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী রঘুবর দাস৷
জানা গিয়েছে, শুক্রবার বীরসা সৌধে বীরসার মূর্তিটির ডান হাতটি ভেঙে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে৷ ওই হাতেই ছিল বিদ্রোহের প্রতীক৷ এই ঘটনা জানা জানি হতেই আদিবাসী সমাজের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়৷ ২৪ ঘণ্টার মধ্যে মূর্তি মেরামতের আশ্বাস দেয় প্রশাসন৷