কলকাতা : শনিবারের দিল্লিতে নীতি আয়োগের বৈঠকে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। বৈঠকে পৌরোহিত্য করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মমতা এই বৈঠককে তিনপাতার চিঠি লিখে আগেই অর্থহীন বলে বর্ণনা করেছেন। এর আলোচ্য রাজ্যগুলির সঙ্গে কথা বলেই কেন্দ্র ঠিক করেছে বলে তাঁর অভিযোগ।তিনি জানান, আগেকার যোজনা কমিশন অনেক বেশি কার্যকর ছিল।
অন্যদিকে, চন্দ্রশেখর রাও তাঁর রাজ্যে একটি সেচপ্রকল্পের উদ্বোধনে ব্যস্ত। তাঁরা দুজনেই মোদির শপথগ্রহণে যাননি। নীতি আয়োগ জানিয়েছে, বৃষ্টিজলে চাষ, খরা পরিস্থিতিতে ত্রাণের ব্যবস্থা, মাওবাদী দমন সহ সন্ত্রাসবাদের মোকাবিলার বিষয়ে আলোচনা হবে বৈঠকে।